শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির কালনাগিনী সাপ উদ্ধার

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৯

শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির কালনাগিনী সাপ উদ্ধার

কালনাগিনীর কোনো প্রকার বিষ নেই। এই সাপটি শান্ত প্রকৃতির ও দিবাচর, অর্থাৎ দিনে চলাফেরা করে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বিপন্ন প্রজাতির কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে।

৫ জুলাই, শুক্রবার দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসীন মিয়া মধুর বাসার সামনে একটি কলা গাছ থেকে সাপটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, “কালনাগিনী সাপটি (শুক্রবার) বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।”

সরীসৃপ গবেষক শাহরিয়ার সিজার রহমান বলেন, “কালনাগিনীর কোনো প্রকার বিষ নেই। এই সাপটি শান্ত প্রকৃতির ও দিবাচর, অর্থাৎ দিনে চলাফেরা করে। এর ইংরেজি নাম Golden Tree Snake এবং বৈজ্ঞানিক নাম Chrysopelea ornata। সাপটি বিপন্ন প্রজাতির।”

মৌলভীবাজার প্রতিনিধি