শ্রীমঙ্গলে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৯

শ্রীমঙ্গলে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিখোঁজের চার দিন পর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মনিন্দ্র দেবনাথ (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইছবপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মনিন্দ্র দেবনাথ একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) থেকে মনিন্দ্র দেবনাথ নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে বাড়ির পাশের জঙ্গলে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশটি দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক দুলাল জানান, এটি আত্মহত্যা বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। পরিবারের কেউ চাইছে না লাশটির ময়না তদন্ত হোক। তাছাড়া নিহতের শরীরেও পচন ধরে গেছে। তাই আমরা লাশটি পরিবারের কাছে ময়না তদন্ত ছাড়া হস্তান্তর করছি।

মৌলভীবাজার প্রতিনিধি