শ্রীমঙ্গলে মদ ও গাঁজাসহ আটক ২

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯

শ্রীমঙ্গলে  মদ ও গাঁজাসহ আটক ২

শ্রীমঙ্গল প্রতিনিধিঃঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ভারতীয় মদ ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ৷
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল শহরের আরামবাগ থেকে ওই দুইজনকে আটক করা হয় ৷

আটককৃতরা হলেন মো. শরীফ মিয়া, পিতা- মৃত নিকুঞ্জ রায়, সাং- মাকড়িছড়া চা বাগান ও মো. বাছিত মিয়া, পিতা- নবাব আলী, সাং- যাত্রাপাশা। উভয় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা ৷

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, আটককৃতদের কাছ থেকে ১৬ বোতল ভারতীয় মদ ও ১০৪ পুড়িয়া গাঁজা জব্দ করা হয়েছে ৷ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে ৷

২৭/১১/২০১৯