শ্রীমঙ্গলে যুবককে কুপিয়ে জখম

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯

শ্রীমঙ্গলে যুবককে কুপিয়ে জখম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চাপাতির কোপে মারাত্মকভাবে আহত হয়েছে এক অটোচালক। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে শহরের কালিঘাট রিকশা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অটোচালক মিনহাজ চৌধুরী (২৬) শহরের কোর্ট রোড এলাকার এনামুল হকের ছেলে।

জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে শ্যামলী এলাকার গণি মিয়ার ছেলে কার ড্রাইভার ফয়েজ মিয়া ধারালো একটি চাপাতি হাতে নিয়ে মিনহাজের ওপর হামলা চালায়। এ সময় ফয়েজ মিয়া চাপাতি দিয়ে মিনহাজের ঘাড়ে ও বুকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা মিনহাজকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফয়েজ মিয়াকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

শ্রীমঙ্গল প্রতিনিধি