শ্রীমঙ্গলে লোকালয়ে খাদ্যের অভাবে মায়া হরিণ

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

শ্রীমঙ্গলে লোকালয়ে খাদ্যের অভাবে মায়া হরিণ
সৈয়দ শামসুল ইসলাম হাসান, বিশেষ প্রতিনিধি 
চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাউয়াছড়া সংরক্ষিত বন থেকে খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসা একটি মায়া হরিণ মানুষের তাড়া খেয়ে পালাতে গিয়ে শ্রীমঙ্গল বিজিবি সেক্টরের ভেতরে ঢুকে পড়ে। এতে মায়া হরিণটি বেশ আহত হয়, পরবর্তীতে বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ আহত হরিণটিকে উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
উল্লেখ্য সোমবার সকালে উপজেলার বুরবুরিয়া চা বাগান এলাকায় আহত অবস্থায় মায়া হরিণটি বিজিবি সেক্টর প্রবেশ করে। পরবর্তীতে বিজিবি সদস্যরা আহত হরিণটিকে উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান আমরা আহত হরিণটিকে চিকিৎসা সেবা দিয়ে চলেছি এটি একটি পুরুষ মায়া হরিণ ও অপ্রাপ্তবয়স্ক। আমরা মায়া হরিণ টি পুরোপুরি সুস্থ হলে তাকে বনে অবমুক্ত করে দেবো।