শ্রীমঙ্গলে সাংবাদিক পরিচয়দানকারী ২ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৬

শ্রীমঙ্গলে সাংবাদিক পরিচয়দানকারী ২ মাদক ব্যবসায়ী আটক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :
শ্রীমঙ্গলে র‍্যাব- ৯ এর বিশেষ অভিযানে এএসপি মাঈনউদ্দীন এর নেতৃত্বে শহরের নিউজ কর্ণারের সদস্য কথিত কবি ও ফটো সাংবাদিক পরিচয় দানকারী তোফায়েল আহমেদ সহ ২ মাদক ব্যবসায়ীকে ১৮৮ পিছ ইয়াবা সহ আটক করেছে। শুক্রবার বেলা ২ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার আলিসারকুল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। কবি তোফায়েল নামে পরিচিত মাদক ব্যবসায়ী বিভিন্ন জায়গায় নিজেকে নিউজ কর্ণারের সাংবাদিক হিসেবে দাবি করেন। সম্প্রতি এই নিউজ কর্ণারটি প্রতিষ্ঠিত করেন শ্রীমঙ্গল প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক ও একুশে টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক বিকুল চক্রবর্তী।
তাছাড়া এই সাংবাদিক পরিচয় দানকারী তোফায়েল কে আটকের পর সে নিজেকে সাংবাদিক বলে দাবি করে। ফলে সাংবাদিকতার মান ক্ষুন্ন হয়েছে বলে দাবি করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব অপসাংবাদিক দের কঠোর হুশিয়ারি প্রদান করেন অনেক সাংবাদিক।