শ্রীমঙ্গলে স্কুলছাত্র রকি হত্যাকারীদের ফাঁসির দাবিতে সহপাঠীদের বিক্ষোভ

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০

শ্রীমঙ্গলে স্কুলছাত্র রকি হত্যাকারীদের ফাঁসির দাবিতে সহপাঠীদের বিক্ষোভ

শ্রীমঙ্গল সংবাদদাতা:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্কুলছাত্র রকি হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে সহপাঠীরা শহরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিহত স্কুলছাত্র ইব্রাহিম আলী রকির স্কুল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী। মিছিলটি শহরের চৌমহনায় এসে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় বক্তব্য রাখেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মামুন আহমেদ, সমাজকর্মী লিটন আহমেদ, নিহত রকির মা মমতা বেগম, চাচা জালাল আহমেদ ও সাংবাদিক ইসমাইল মাহমুদ প্রমুখ। নিহত রকির মা মমতা বেগম ছেলে হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। ছেলের হত্যার বিচার চেয়ে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, রকি আমার একমাত্র সন্তান ছিল। যারা আমার কোল খালি করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।