শ্রীমঙ্গলে ৪০ জন শিক্ষার্থীদের মধ্যে বাই সাইকেল বিতরন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

শ্রীমঙ্গলে ৪০ জন শিক্ষার্থীদের মধ্যে বাই সাইকেল বিতরন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তা,জনপ্রতিনিধি,রাজনৈতিক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী এবং সেবাগ্রহীতা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো: নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রণধীর দেব।
সভাশেষে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে ৪০জন শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। তিনি শ্রীমঙ্গলের ূরবর্তী অঞ্চল বিদ্যাবিলে গিয়ে খ্রিষ্টান মিশনারী স্কুলের শিক্ষার্থীরে জন্য এক লাখ টাকার আসবাবপত্র বিতরণ করেন। এছাড়া উপজেলা সমাজ সেবা দপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থায়নে ছয়জন ক্যানসার আক্রান্ত রোগীর মধ্যে তিন লাখ বিতরণ করেন জেলা প্রশাসক।