১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১
নিজস্ব প্রতিবেদক ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮ চোরাই গরুসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল থানায় এক প্রেস বিফিং-এ তথ্য জানিয়েছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবীর।
প্রেস বিফিংকালে শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন এসআই আলমগীর, এএসআই সারোয়ারসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার (১৭ মার্চ) উপজেলার ভুনবীর চৌমুহনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- উপজেলার কালাপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামের শেখ হায়দার আলীর ছেলে আনোয়ার হোসেন (৩০), লামুয়া গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে সাদ্দাম মিয়া (২০) ও মাইজদিহি পাহাড়ের আজিদ মিয়ার ছেলে দেলোয়ার মিয়া (২২) এবং কুলাউড়া উপজেলার শিবির রোড জয়পাশা এলাকার মোশারফ হোসেনের ছেলে আশরাফ হোসেন রনি (২৮)। আশরাফ আন্তঃজেলা গাড়ি চোর চক্রের অন্যতম সদস্য বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, গত ১৬ মার্চ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের মৃত ছাত্তার মিয়ার ছেলে হারিছ মিয়া (৪৫) তার বাড়ির গোয়ালঘর থেকে ৪টি গরু চুরির বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১৭ মার্চ) উপজেলার ভুনবীর চৌমুহনা এলাকা থেকে গরু চুরিতে ব্যবহৃত প্রাইভেট কারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার ডেফলউড়া গ্রামের গরু চোর সর্দার রউফ মিয়ার বাড়ির গোয়াল ঘরে বাদির চুরিকৃত গরুগুলো রয়েছে। রাতে রউফ মিয়ার বাড়ি এবং আরও একাধিক বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মোট ৮টি গরু উদ্ধার করে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D