শ্রীমঙ্গল ও মাধবপুরে সহস্রাধিক পিস ইয়াবাসহ ৩ জন আটক

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯

শ্রীমঙ্গল ও মাধবপুরে সহস্রাধিক পিস ইয়াবাসহ ৩ জন আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১২৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একই সাথে ইয়াবা ব্যবসার সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে।

র‍্যাব-৯ জানায়- বুধবার (২১ আগস্ট) বিকাল ৩ টার দিকে র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে উপজেলার বেলতলী গ্রামস্থ সাজিদ মিয়ার বসত ঘরের ভিতর থেকে ১০৫০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করে। এছাড়া র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আরো দুজন পালিয়ে যায়। অভিযানে নেতৃত্ব দেন লে. কমান্ডার ফয়সল আহমদ।

আটক দুজন হলো- শ্রীমঙ্গল উপজেলাধীন বেলতলী গ্রামের মৃত মতি মিয়ার ছেলে মো. মইনউদ্দিন (৩২) ও একই গ্রামের কামাল মিয়ার স্ত্রী সুরমা বেগম (৩০)। এছাড়া পলাতক দুজন হলো- বেলতলি গ্রামের মৃত ইশরাক মিয়ার ছেলে সাজিদ মিয়া (৪৭) ও কুঞ্জবন গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শামীম মিয়া (২৮)।