শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানের ২০ কেজি গাঁজা ও ৩২৫ পিস ইয়াবা উদ্ধার ও আসামি গ্রেফতার

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানের ২০ কেজি গাঁজা ও ৩২৫ পিস ইয়াবা উদ্ধার ও আসামি গ্রেফতার
আজির উদ্দিন শিহাব
আজ ২০/০৭/২০২০বিকাল ৬,৩০ মিনিটের সময় মৌলভীবাজার পুলিশ সুপার মোঃ ফারুক আহমদ পিপিএম (বার),  ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামানের,  দিকনির্দেশনায়  শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক দুলালের নেতৃত্বে।
শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ দেব  বাড়ির রাস্তার সামনে কাছিম উল্লার মার্কেট ও বাসার  তৃতীয় তলা ছাদের উপর পানের বক্সের ভিতরে ২০ কেজি গাঁজা ও ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী স্বপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
 উক্ত অভিযানে অংশগ্রহণ করেন এসআই মোঃ ফরিদ মিয়া, এ এসআই মোঃ আনোয়ার হোসেন, এ এসআই নজরুল ইসলাম,  এ এসআই আকরাম আলি, ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন। এ ব্যাপারে অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক দুলালের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান মাদক মামলায় মামলার প্রক্রিয়া চলছে।