শ্রীমঙ্গল থেকে চুরি হওয়া ব্যাটারি চালিত টমটম অটোরিকশা উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০
আবিদ হোসেন তানভীর ও আজির উদ্দিন শিহাব
শ্রীমঙ্গল থানা পুলিশ ও বাহুবল থানা পুলিশের যৌথ অভিযানে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার লোহাখোলা গ্রাম এলাকা থেকে রিক্সাটি উদ্ধার করা হয়েছে। ৯ জুলাই বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক এর নির্দেশে এসআই মোঃ মুখলেছুর রহমান লস্করের নেতৃত্বে বাহুবল মডেল থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে উপজেলার লোহাখলা গ্রামের ছুরুত আলীর বাড়ি থেকে টমটম অটোরিকশাটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
গত শুক্রবার রাতে শ্রীমঙ্গল থেকে মোঃ হেলাল মিয়ার মালিকানাধীন টমটম অটোরিকশাটি অজ্ঞাত কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মোঃ হেলাল মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেন।হেলাল মিয়ার অভিযোগের প্রেক্ষিতে গত ৯ জুলাই বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলার সদর ইউনিয়নের লোহাখলা গ্রামে অটোরিকশাটি উদ্ধার করা হয়।
রিক্সাটি চুরির সাথে জড়িত বাহুবল উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের জিতু মিয়ার ছেলে শাকিল মিয়া (২১) এবং একই উপজেলার লোহাখোলা গ্রামের ছুরত আলীর ছেলে শামীম মিয়া (২৩) কে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন শাকিল মিয়া ও শামীম মিয়া শ্রীমঙ্গল থেকে রিক্সাটি চুরি করে বাহুবলে নিয়ে যায়। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টমটম অটোরিকশা সহ তাদের দু’জনকে আটক করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসা হয়। শামীম মিয়া ও শাকিল মিয়ার বিরুদ্ধে থানায় মামলা রুজু করে তাদের মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।