২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০
স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ ওটিস গিবসন বলেছেন, আমরা যদি মাঠে নিজেদের সেরাটা দিতে পারি তাহলে ম্যাচ জিততে পারব। আমরা অনুভব করছি, এটা এমন একটা সিরিজ, যেটায় আমরা জিততে পারি।
করোনার কারণে গত মার্চ থেকেই গৃহবন্দি ছিল বাংলাদেশ ক্রিকেট দল। ঈদুল আযহার পর অনুশীলনে ফিরেছেন টাইগাররা। এই কঠিন সময়ে বসে ছিল না শ্রীলংকান ক্রিকেটাররা। তারা অনেকদিন হলো অনুশীলন করছে। কাজেই প্রস্তুতির দিক থেকে তারা টাইগারদের তুলনায় এগিয়ে থাকবে। কিন্তু শ্রীলংকায় পৌঁছানোর পর পর্যাপ্ত অনুশীলন করে সেটা পুষিয়ে নিতে চায় বাংলাদেশ, এমনটিই বলছেন ওটিস গিবসন।
শ্রীলংকার বিপক্ষে আগামী মাসে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। আসন্ন এই সিরিজকে সামনে রেখে শ্রীলংকার নির্বাচকরা গণমাধ্যমে বলেছেন, তারা বাংলাদেশের জন্য পেসবান্ধব উইকেট বানাতে যাচ্ছেন।
এ ব্যাপারে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ বলেছেন, আমরা আসলে জানি না তারা কি করতে যাচ্ছে, আমরা যে কোনো কন্ডিশনের জন্যই প্রস্তুত হতে পারি। ২০ জনের স্কোয়াডে যদি আমরা ৪-৬ জন মানসম্মত পেসার নিতে পারি তখন ওরা পেসবান্ধব উইকেট বানালে, আমি আশা করি আমাদের বোলাররাও সেই সুযোগ কাজে লাগাতে পারবে।
শ্রীলংকার ২০ উইকেট নেয়ার মতো সামর্থ্য কি আমাদের বোলারদের আছে? এমন প্রশ্নের জবাবে সংবাদ মাধ্যমকে গিবসন বলেছেন, উপমহাদেশের পেসারদের ২০ উইকেট নেয়ার সামর্থ নেই। তবে ২০ উইকেট নিতে হলে পুরো বোলিং ইউনিটকে ভূমিকা রাখতে হবে। লংকায় স্পিনারদেরও বড় একটা ভূমিকা থাকবে। আমি বিশ্বাস করি এই সিরিজেই সাকিব ফিরে আসবে। তখন আমাদের বোলিং আক্রমণ আরও ধারালো হবে। আমরা তিনজন পেসার খেলাতে পারি, তিন পেসার খেলায় খুব ভালো প্রভাব রাখতে পারবে বলে আমাদের বিশ্বাস।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D