২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০
স্পোর্টস ডেস্ক :
বৃহস্পতিবার জানা গিয়েছিল, শর্ত শিথিল করছে শ্রীলংকা। বাংলাদেশের আসন্ন শ্রীলংকা সফরকে ঘিরে অনিশ্চয়তা কেটে যাওয়ার আভাস পাওয়া গেছে।
তবে একদিন পেরিয়ে গেলেও তা কেবলই আভাসেই সীমাবদ্ধ রয়েছে। লঙ্কান ক্রিকেট বোর্ড থেকে শর্ত শিথিলের বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি। যদিও চাতকের ন্যায় সেদিকে তাকিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তবে এভাবে ঝুলে থাকতে রাজি নয় বিসিবি। কোয়ারেন্টিন ইস্যুতে শ্রীলঙ্কা থেকে নমনীয়তা না দেখালে বা লঙ্কান বোর্ড দেরি করলে বিসিবি ভিন্ন চিন্তা করবে।
গণমাধ্যমের সঙ্গে আলাপে এমন কথাই জানালেন বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
জালাল ইউনুস বলেছেন, আমরা এখনও লঙ্কান বোর্ডের পক্ষ থেকে ই-মেইল পাইনি। কিন্তু অপেক্ষায় আছি। আশা করি কয়েকদিনের মধ্যে জানতে পারব। আমরা তাদের বলে দিয়েছি, কোয়ারেন্টিন মেয়াদ কমাতে হবে ও আমাদের অনুশীলনের সুযোগ থাকতে হবে। এখন তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। সিদ্ধান্তটা এখন শ্রীলঙ্কা ক্রিকেটের।
তবে এক্ষেত্রে এসসিএলের যে সব সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রয়েছে এমনটিও নয় বলে জানালেন জালাল ইউনুস।
তিনি বলেছেন, আপনারা জানেন যে তাদের একটা টাস্ক ফোর্স আছে, যারা এই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। এখন শ্রীলঙ্কা ক্রিকেট তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছে, তারা জানলে পরে আমরা জানতে পারব। এজন্য পরবর্তী দুই-তিন দিন আমাদের অপেক্ষা করতে হবে। তবে বেশি দেরি করলে আবার আমাদের নতুন করে চিন্তা ভাবনা করতে হবে।’
এর আগে সোমবার দুপুরে বিসিবি সভাপতি বলেছিলেন, কোয়ারেন্টিন ইস্যুতে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড যে শর্ত দিয়েছে তাতে সেখানে গিয়ে বাংলাদেশ দলের টেস্ট খেলা সম্ভব নয়। অতএব শর্ত শিথিলে শ্রীলংকা দ্রুত জবাব না দিলে বিকল্প ব্যবস্থায় ঘরোয়া লিগ শুরু হবে।
যদিও শর্তে এতোদিন অনড়ই রয়েছে এসএলসি। তারা জানিয়েছিল, সফরের শুরুতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে সফরকারী দলকে। এতে কোনো ছাড় দেয়া হবে না।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D