ষোলোতেই টেস্ট অভিষেক, ইতিহাস গড়ছেন পাকিস্তানি পেসার

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯

ষোলোতেই টেস্ট অভিষেক, ইতিহাস গড়ছেন পাকিস্তানি পেসার

স্পোর্টস ডেস্কঃঃ এখনও স্কুলের গণ্ডি পার হওয়া হয়নি। এর আগেই বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নাসিম শাহ। মাত্র ১৬ বছর বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে এ পাকিস্তানি পেসারের।

আলোচিত টেস্টে নাসিমের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান অধিনায়ক আজহার আলি। তিনি বলেন, আমরা গ্যাবা টেস্টেই তাকে খেলানোর চিন্তা করছি। তার বোলিং সত্যিই দুর্দান্ত। আমরা ওই দিন ম্যাচের আগে একাদশ প্রকাশ করব। তবে একাদশে তার থাকাটা প্রায় নিশ্চিত।

নাসিমের প্রশংসা করে আজহার বলেন, এত কম বয়সে এমন পর্যায়ে পৌঁছা সবার পক্ষে সম্ভব নয়। আমরা সবাই তার দুর্দান্ত উত্থানের অপেক্ষায় রয়েছি। আমি প্রথম যখন তার বোলিং দেখি, তখনই বিমোহিত হয়েছি।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বকনি খেলোয়াড় হিসেবে টেস্টে অভিষিক্ত হয় ভারতের সাবেক স্পিনার হরভাজন সিংয়ের। ১৯৯৮ সালে মাত্র ১৭ বছর ২৬৫ দিনে অজিদের বিপক্ষে অভিষেক ঘটে তার। পরে ইতিহাসেরই অংশ হয়ে যান তিনি।

২০/১১/২০১৯৩৬৩

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল