সিলেট ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৬
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন- গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থীর ধানের শীষের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। আমাদের বিজয় নিয়ে কোন ষড়যন্ত্র বরদাশত করা হবেনা। শহীদ জিয়ার আদর্শের সৈনিকদেরকে সতর্ক দৃষ্টি ও ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি গতকাল রবিবার গোলাপগঞ্জ উপজেলার আসন্ন ২নং সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আশফাক আহমদ চৌধুরীর ধানের শীষ প্রতীকের সমর্থনে দিনভর গনসংযোগ শেষে স্থানীয় কারখানা বাজারে অনুষ্ঠত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির সেলিম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদল সভাপতি আব্দুল মান্নান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ময়ুর, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মহিউসসুন্নাহ চৌধুরী নার্গিস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল গফুর, বিএনপি নেতা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা ইলিয়াস বিন সিকান্দার, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, উপজেলা যুবদল নেতা পৌর কাউন্সিলার হেলালুজ্জামান হেলাল, বিএনপি নেতা এম. সিরাজুল ইসলাম, ছালিক আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাধারন সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা হাসান ইমাদ, মিনহাজ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট মুরব্বী হাজী লুৎফুর রহমান, শামসুল ইসলাম, আকাদ্দস আলী, আব্দুৃস শহীদ, আব্দুৃল বারী, সিলেট জেলা ছাত্রদল নেতা হানুর ইসলাম ইমন, আব্দুল মালেক, উপজেলা ছাত্রদল নেতা শেখ ইমরান, মুন্না আহমদ, নাঈম আহমদ প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি