সতীর্থরাও চান মেসি বার্সেলোনায় থাকুক

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

সতীর্থরাও চান মেসি বার্সেলোনায় থাকুক

স্পোর্টস ডেস্ক :

লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নেয়ার পর থেকেই পুরো বিশ্ব চমকে গেছে। দীর্ঘ ২০ বছর বার্সেলোনায় খেলার পর এখন ৩৩ বছর বয়সে এসে মেসি কেন ক্লাব পরিবর্তন করতে চাচ্ছেন- এমন প্রশ্ন অনেকেরই।

তবে বিশ্ব ফুটবলের টুকটাক খবর রাখেন এমন অনেকেই জানেন মেসি কেন ক্লাব পরিবর্তন করতে যাচ্ছেন। বার্সেলোনা সভাপতির সঙ্গে বনিবনা না হওয়ায় ক্লাব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন সুরপারস্টার।

বার্সেলোনায় মেসির সতীর্থ ফ্রেঙ্কি ডি জং ফক্স স্পোর্টসকে বলেছেন, আমি আশা করি লিওনেল মেসি তার সিদ্ধান্ত বদলাবেন এবং আমাদের সঙ্গে আবার বার্সার হয়ে খেলবেন। তিনি এখনও আমাদের দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন।

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মেসি বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে চলে যাচ্ছেন। আগামী ৫ বছরের জন্য ম্যানসিটির সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন তিনি।

তবে ম্যানসিটির ডিফেন্ডার এরিক গার্সিয়া বলেছেন, ম্যানচেস্টার সিটিতে আমরা এখনও প্রাক-মৌসুম শুরু করিনি, মেসি ম্যানসিটিতে আসবেন বা আমরা তার সঙ্গে খেলতে পারব এমন কোনো তথ্য আমাদের জানানো হয়নি। তবে সে যে মানের খেলোয়াড় তাকে সবাই নিতে চাইবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল