২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯
স্পোর্টস ডেস্ক :: টি-টোয়েন্টিতে আগের আটবারের দেখায় একবারও ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। কিন্তু সেই দলকেই ঘরের মাঠে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে সিরিজে (১-০) লিড নিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। এখানে মিলে গেছে বিসিবি প্রেসিডেন্ট পাপনের কথা। কারণ ম্যাচের আগে তিনি বলেছিলেন জিততে পারে বাংলাদেশ!
দিল্লিতে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে পাপন সংবাদমাধ্যমকে বলেছিলেন ভারতের মাটিতে তাদের হারানোর সামর্থ্য সবচেয়ে বেশি আছে বাংলাদেশের। তিনি বলেন, ‘সবাই জানে, ভারত অনেক শক্তিশালী দল। আমাদের চেয়ে শক্তিশালী তো বটেই। ভারতে এসে তাদের হারানো অলমোস্ট ইম্পসিবল। কারণ আমরা বিগত খেলাও যদি দেখি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো বড় দলগুলোও এখানে এসে হিমশিম খেয়েছে। ওরা দাঁড়াতেও পারেনি। কিন্তু একটা কথাও বলি, ওদের দেশে এসে যদি কেউ ওদের হারাতে পারে সেটা বাংলাদেশ।’ ম্যাচ শেষে দেখা গেছে, সত্যি হয়েছে পাপনের কথাই।
রোববার টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ১০০০তম ম্যাচে দিল্লির অরুণ জেটলি (সাবেক ফিরোজ শাহ কোটলা) স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত ও বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে ভারত। ১৪৯ রানের লক্ষ্য টাইগাররা স্পর্শ করে ৩ বল বাকি থাকতে।
এ ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম। তিনি অপরাজিত ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে ভেড়ান। শেষ সময়ে তাকে যোগ্য সঙ্গ দেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া সৌম্য ও অভিষিক্ত নাইম শেখও ভালো ব্যাটিং করেছেন।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে ৭ নভেম্বর।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D