সন্ত্রাসীদের হাতে আহত ছামাদ : থানায় অভিযোগ

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

সন্ত্রাসীদের হাতে আহত ছামাদ : থানায় অভিযোগ
বিয়ানীবাজার প্রতিনিধি
সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রামধা বাজারের বাসিন্দা আব্দুস ছামাদ কে হত্যা করার অভিযোগ উঠেছে। পরিকল্পিত ভাবে হত্যা চেষ্টা চালিয়ে ছিলো কয়েকজন সন্ত্রাসী। জানা যায় বুধবার( ১ এপ্রিল) সন্ধ্যা ৭টার সময় তিনি বাজারে উদেশ্যে রওনা দেন, হঠাৎ করে কয়েকজন সন্ত্রাসী তার উপর ঝাপিয়ে পড়ে। মারধরের পর সাথে থাকা টাকা সহ মানি ব্যাগ, মোবাইল সব কিছু নিয়ে চলে যায়। ছামাদ আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন।
এ বিষয়ে মৃত আাছাব আলীর ছেলে শফিক আহমদ বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন । বিবাদীরা হলেন রেজা আহমদ চৌধুরী (২৮) উভয় পিতা : নজরুল ইসলাম চৌ: মান্না আহমদ (২৫) ফাহাদ আহমদ চৌধুরী (২২) পিতা : খালিক আহমদ চৌধুরী। সাং-চন্দ্রগ্রাম, থানা- বিয়ানীবাজার জেলা-সিলেট সাক্ষী, আহত আব্দুস ছামাদ (২৩) পিতা -রফিক আহমদ, আব্দুল আহাদ পিতা- শফিক আহমদ, ৩/ছবুর আহমদ, পিতা-রফিক আহমদ ৪/ইফতেখার আহমদ, পিতা – মাহবুবুর রহমান। বর্তমানে তিনি চিকিৎসা অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভতি আছেন।