সফট সিগন্যাল দিতে হবে কেন’, আম্পায়ারের ওপর ক্ষুব্ধ কোহলি

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১

সফট সিগন্যাল দিতে হবে কেন’, আম্পায়ারের ওপর ক্ষুব্ধ কোহলি

স্পোর্টস ডেস্ক ::
ইংল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে জয় পেল ভারত। বৃহস্পতিবার রাতে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ৮ রানে জয় পেয়ে ২-২ সমতায় ফিরল ভারত।

এমন জয়ের পরও সন্তুষ্ট নন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি। রীতিমতো ক্ষুব্ধ তিনি।

তার এই ক্ষোভের পুরোটাই আম্পায়ার ও ক্রিকেটের নিয়মের ওপর।

ম্যাচে ব্যাটসম্যানরা এমন নিয়মের বলি হলে আর আম্পায়াররা এমন ভুল করলে হয়তো ভালো খেলেও পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হতে পারে কোনো দলে— এমনটিই মনে করেন কোহলি।

মূলত বৃহস্পতিবার ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ম্যাচে দুর্দান্ত খেলতে থাকা সূর্যকুমার যাদবের আউট নিয়েই প্রচণ্ড ক্ষুব্ধ কোহলি।

ভারতের ইনিংসের ১৪তম ওভারের দ্বিতীয় বলে স্যাম কারানের বলে সূর্যকুমারের শট তালুবন্দি করেন ডেভিড মালান।

অন ফিল্ড আম্পায়াররা সফট সিগন্যালে আউটের সংকেত দিয়ে তা যাচাইয়ের জন্য পাঠান তৃতীয় আম্পায়ারের কাছে।

টিভি রিপ্লেতে দেখা যায়, বলটি মালানের হাতে তালুবন্দি হওয়ার সময় মাটিতে স্পর্শ করছিল। কিন্তু সফট সিগন্যালের ওপর নির্ভর করে তৃতীয় আম্পায়ার বীরেন্দর শর্মা আউটের সিদ্ধান্তই বহাল রাখেন।

আম্পায়ারের এই ‘সফট সিগন্যাল’-এর সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারত দলের অধিনায়ক। ক্রিকেটে এমন নিয়মের পরিবর্তন দরকার বলে মনে করেন কোহলি।

ক্ষুব্ধ কোহলি ম্যাচশেষে বলেন, ‘আম্পায়ারের এই ‘সফট সিগন্যাল’ ডিসিশনের ভিত্তিতে তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত নিচ্ছেন। যেমনটি হয়ে থাকে ডিআরএসের ক্ষেত্রেও। এটি বন্ধ হওয়া দরকার। নয়তো এ ধরনের সিদ্ধান্ত বড় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমাদের ক্ষেত্রে এটি হয়েছে, কাল অন্য দলও এই সমস্যার সম্মুখীন হতে পারে। এ ধরনের ম্যাচে আমরা আরও বেশি স্বচ্ছতা আশা করি।’

অবশ্য সূর্যকুমারের আউটটি যে কোনো অধিনায়কের পক্ষে মেনে নেওয়া কঠিন। কারণ রোহিত শর্মা, লোকেশ রাহুল ও কোহলিরা যখন দ্রুত আউট হয়ে ফেরেন, তখন দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন সূর্যকুমার। ৩১ বলে ৫৭ রানে ব্যাট করছিলেন তিনি। এ সময় আম্পায়ারের এমন বিতর্কিত সিদ্ধান্তে অধিনায়ক কোহলি চটতেই পারেন।

তথ্যসূত্র: ক্রিক ট্র্যাকার

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল