২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৫
সবাই মিলে কাজ করলে আগামীর সিলেট হবে সুন্দর ও পরিবেশবান্ধব
-জেলা প্রশাসক
অনলাইন ডেস্ক
সরকারের প্রতিটি দপ্তর একটি আরেকটির সাথে ওতোপ্রোতোভাবে জড়িত। কোন একটি দপ্তরের সেবায় বিঘ্ন ঘটলে তা সামগ্রিক সিস্টেমে প্রভাব ফেলে। কাজেই সরকারের প্রতিটি দপ্তরকে একতাবদ্ধ হয়ে একসূত্রে কাজ করতে হবে। সবাই মিলেই একটি সুন্দর ও পরিবেশবান্ধব সিলেট গড়ে তুলতে হবে।
আজ ২৫ আগস্ট সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেটে নবযোগদানকৃত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সাথে জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দের মতবিনিময় সভায় নবনিযুক্ত জেলা প্রশাসক এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিনসহ সিলেট জেলার বিভিন্ন সরকারি দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্তমান যুগ কানেক্টিভিটির যুগ উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, প্রতিটি দপ্তরের মধ্যে কানেক্টিভিটি বাড়াতে হবে। তিনি আরো বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, কাজেই জনগনকে যথাযথভাবে সেবা প্রদান করা আবশ্যিক দায়িত্ব। আধুনিক ও স্বয়ংস্বম্পূর্ণ সিলেট গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি কৃষি ও মৎস্য খাতে উন্নয়নের উপর জোর দেন তিনি।
আরও পড়ুন সিকৃবিতে একুশে পদকপ্রাপ্ত কৃষিবিদদের সংবর্ধনা
এছাড়া পরিবেশ সংরক্ষণের মাধ্যমে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো আরো আকর্ষণীয় করতে কার্যকর পদক্ষেপের কথা বলেন। পরিশেষে সিলেট শহরকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করার পাশাপাশি সকলকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় আগত সরকারি দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ নবযোগদানকৃত জেলা প্রশাসককে সিলেটে স্বাগত জানান। এরপর কর্মকর্তাবৃন্দ নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করে দপ্তরসমূহের সেবার মান বৃদ্ধি করার ব্যাপারে বিভিন্ন মতামত তুলে ধরেন।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D