১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২১
নিবেদিত একজন শিক্ষাগুরুর প্রস্থান
নিজস্ব প্রতিবেদক
ছাতক সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন কর্তৃক কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ জনাব মঈন উদ্দিন আহমদ এর বিদায় সংবর্ধনা।
শনিবার দুপুরে ছাতক সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন কর্তৃক অবসর প্রাপ্ত অধ্যক্ষ জনাব মঈন উদ্দিন আহমদ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো: আব্দুস সত্তারের সভাপতিত্বে ও অধ্যাপক দিপালী রানী দাস এর সঞ্চালনায় উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যাডেট সামিনা, ক্যাডেট এমরান, অধ্যাপক জনাব ফখর উদ্দিন মো: স্বপন, অধ্যাপক জনাব একেএম বাকির হোসেন হাওলাদার, অধ্যাপক জনাব মো: আলমগীর হোসেন, অধ্যাপক জনাব মুজিবুর রহমান, অধ্যাপক জনাব সাহেদ আহমদ চৌধুরী, অধ্যাপক জনাব অনন্ত রায় প্রমুখ।
বিদায়ী সংবর্ধিত অধ্যক্ষ অশ্রুসিক্ত নয়নে আবেগ আপ্লুত হয়ে তাঁর দীর্ঘ ৩৪ বছরের চাকুরী জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। সংবর্ধিত বিদায়ী অতিথি বিএনসিসি প্লাটুন কর্তৃক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রিয়শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ বলেন , তোমাদের প্রতি আমার বিশেষ অনুরোধ-‘ভালো করে লেখাপড়া শিখে মানুষ হও। আত্মনির্ভলশীল এবং আত্মপ্রত্যয়ি মানুষ হও।সৃজনশীল সৃষ্টিশীল সৎ মানুষ হও। দেশপ্রেমিক মানুষ হও, দেশ-জাতি উপকৃত হবে। মানুষ তোমাদের মনে রাখবে’।
তিনি আবার বললেন, ‘সৃজনশীল-আলোকিত মানুষ হও, পৃথিবী তোমাদের মনে রাখবে’।
অনুষ্ঠান শেষে আপ্যায়ন পর্ব ও সংবর্ধিত বিদায়ী অতিথিকে সম্মামনা ক্রেষ্ট এবং বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের স্থির চিত্র সমূহ নিম্নে দেওয়া হলো।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D