১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৩ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২৫
ফুলেল সংবর্ধনায় সিক্ত প্রবাসী সাংবাদিক এমদাদ চৌধুরী দীপু
সবার ভালোবাসা নিয়ে বাঁচতে চাই -দীপু
নিজস্ব প্রতিবেদক
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত হলেন প্রবাসী সাংবাদিক এমদাদ হোসেন চৌধুরী দীপু। শনিবার ২ আগস্ট সিলেটের কর্মরত সাংবাদিকদের একটি প্রতিনিধি দল দীপুকে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচছা জানানা।
ফ্যাসিবাদ বিরোধী কলম সৈনিক যুক্তরাষ্ট্র প্রবাসী এমদাদ হোসেন চৌধুরী দীপু দীর্ঘ ৯ বছর পর বাংলাদেশে এসেছেন। গত বৃহস্পতিবার তিনি ঢাকায় আসেন। শুক্রবার রাজধানীতে অবস্থান করে শনিবার ইউএস বাংলার ফ্লাইটে বিকেল ৫ টা ২০ মিনিটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন।
এসময় দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল ও নয়াদিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার এর নেতৃত্বে সাংবাদিক প্রতিনিধি দল এমদাদ চৌধুরী দীপু কে স্বাগত জানান।
পরে ভিআইপি লাউঞ্জের সামনে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রভাতবেলা সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নয়াদিগন্তের ব্যুরো প্রধান ও সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি আব্দুল কাদের তাপাদার, মোহনা টেলিভিশন এর সিলেট ব্যুরো প্রধান শিপার চৌধুরী, সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবির পাভেল, সাংবাদিক নোমান বিন আরমান প্রমূখ।
এসময় আরোও উপস্থিত ছিলেন বাংলাবাজার পত্রিকার সিলেট প্রতিনিধি জুলফিকার তাজুল, সাংবাদিক ইসমাইল হোসেন, সেবুল আহমদ, জয়নাল আবেদীন প্রমুখ।
সংবর্ধনা জবাবে এমদাদ চৌধুরী দীপু বলেন, মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। আমি কত টাকা সম্পদের মালিক সেটা আমার কাছে বড় নয়। তিনি পরিবর্তিত বাংলাদেশ প্রসংগে বলেন, বিপ্লব যত সহজ বিপ্লবের সুফল ধরে রাখা তত সহজ নয়।
তিনি জাতীয় ঐক্যের গুরুত্বারোপ করে বলেন, জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির ঐক্য ছাড়া বিপ্লব সুসংহত করা যাবেনা।
রাতে নগরীর অভিজাত একটি হোটেলে পৃথক এক সংবর্ধনায় যোগ দেন এমদাদ চৌধুরী দীপু। আবাসন লিমিটেড এর পক্ষ থেকে দেয়া এই সংবর্ধনায় বক্তব্য রাখেন, প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াহিদ চৌধুরী সহ আবাসন এর পরিচালকবৃন্দ।
এমদাদ চৌধুরী দীপু আগামী ১৯ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D