সিলেট ২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫
সমতা ও মর্যাদার ভিত্তিতে নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী করে তুলতে হবে: নাসরিন আউয়াল
নিজস্ব প্রতিবেদক
ওয়েব চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্প উদ্যোক্তা নাসরিন আউয়াল মিন্টু বলেছেন,সমাজে একজন নারী প্রতিষ্ঠিত হলে একটি পরিবার প্রতিষ্ঠিত হয়। তাই নারীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তোলতে হবে। এর জন্য সিলেট উইমেন চেম্বার্সকে স্থানীয় পর্যায় থেকে ভূমিকা নিতে হবে। তিনি বলেন,বিগত দিনে নারীদের কাজ করার তেমন সুযোগ সুবিধা ছিল না । এখন আর সেই অবস্হা নেই। ব্যাংক গুলোকে পলিসির মাধ্যমে ঋণ দেয়ার অনুরোধ জানানো হয়েছে।একইসাথে নারীদের হয়রানী মুক্ত ভাবে ঋণ সুবিধা দিলে তারা তাদের ব্যবসায়িক কর্মকান্ড বৃদ্ধি করতে পারবেন। কিন্ত ব্যাংক নারীদের ঋণ দিতে আগ্রহী নয়। নারীদের উৎপাদিত অনেক পণ্য এখন বিদেশের বাজারে রপ্তানি হচ্ছে। সিলেট অঞ্চলের যত নারী উদোগক্তাগন আছেন তাদের সবাই কে এগিয়ে নিয়ে আসার জন্য আহবান জানিয়ে তিনি বলেন. এতে নারী সমাজ অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে দাঁড়িয়ে যাবে। এ ব্যাপারে এস এম ই ফাউন্ডেশন ও বিসিক এর ভূমিকা ও কম নয়। নারীদের চাহিদা তারা সমতা, মর্যাদা ও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে দেশ ও জাতির জন্য কিছু করা।
তিনি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সিলেট উইমেন চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব নির্বাচিত পরিচালনা পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাহিবা সিদ্দিকী এবং গীতা থেকে পাঠ করেন দেবব্রত রায় দিপন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের প্রথম পর্ব। এই পর্বে পরিচালনা পরিষদের নব নির্বাচিত পরিচালকবৃন্দ তাদের প্রতিক্রিয়া এবং কর্ম পরিকল্পনা তোলে ধরা হয়। দ্বিতীয় পর্বে শুরু হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা। জান্নাতুল নাজনিন আশা’র সঞ্চলনা্য় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,উইমেন এন্টারপ্রেনার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও বিশিষ্ট শিল্প উদ্যোক্তা নাসরিন আওয়াল মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী ভারতীয় হাই কমিশন এর টি. হ্যাংসিং, দ্বিতীয় সচিব (এইচঅসি ও কমার্স), এবং মানস কুমার মুস্তাফী দ্বিতীয় সচিব (প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা), সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিসিক এর ডিজিএম সোহেল হাওলাদার, ওয়েবের কেন্দ্রীয় প্রতিনিধি রেবেকা চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, এফবিসিসিআই’র সাবেক পরিচালক হিজকিল গুলজার, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাবেল, নাসিব সিলেটের প্রেসিডেন্ট আলিমুল এহসান চৌধুরী, গ্রাসরুটস’র জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্ত,সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু।
সভায় স্বাগত বক্তব্য রাখেন এসডব্লিউসিসিআই’র সহ সভাপতি আলেয়া ফেরদৌসি তুলি, পরিচালক সামা হক চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন,জাকিয়া ফাতেমা লিমি চৌধুরী,সায়েমা সুলতানা চৌধুরী, তাহমিনা হাসান চৌধুরী,গাজী জিনাত আফজা, রেহানা ফারুক শিরিন,রেহানা আফরোজ খান, শাহানা আক্তার,হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সুদীপ রঞ্জন সেন।
সহকারী ভারতীয় হাই কমিশন এর টি. হ্যাংসিং বলেন, নারীদের ব্যবসায়ী কিংবা উদ্যোক্তা হওয়ার রাস্তাটি পরিস্কার করতে হবে। সেটি করা সম্ভব হলে, প্রান্তিক পর্যায়ে থেকে উঠে আসা নারীরাও অর্থনীতির মুল স্রোতে নিজেদের যাত্রা ত্বরান্বিত করতে পারবেন। তিনি এ ব্যাপারে ভারত সহকার তথা হাইকমিশনের পক্ষ থেকে সর্বত্বক সহযোগীতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে আরও দুটি ব্যবসায়ীক সংগঠনের নিজস্ব ভবন থাকলেও সিলেট উইমেন চেম্বারের নিজস্ব কোন ভবন নেই। ভাড়া বাসায় থেকেই চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। তিনি বলেন, চেস্টা চালিয়ে যাচ্ছি উইমেন চেম্বারের নিজস্ব কার্যালয় প্রতিষ্ঠা করার। জেলা প্রশাসক মহোদয়ও এ ব্যাপারে সহযোগীতার আশ্বাস দিয়েছেন। তিনি নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয়,বিপনন ও প্রদর্শনীর জন্য একটি মার্কেট গড়ে তোলার নিজের পরিকল্পনার কথাও তোলে ধরেন। তিনি ভারতীয় দূতাবাসের হস্তক্ষেপ কামনা করে বলেন, হাইকমিশনের মাধ্যমে ভারতের বিভিন্ন নারী চেম্বারের সম্মিলনের সুযোগ করে দিলে,দুই দেশের নারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, আমদানি রপ্তানী ও অর্থনৈতিক উন্নয়ন আরও বৃদ্ধি পাবে।
সভাপতির বক্তব্যে লুবানা ইয়াছমিন শম্পা বলেন, আজকে অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেটে নারীদের এমন একটি প্লাটফর্মের যাত্রা শুরু হলো-যে যাত্রা নারীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপের বার্তা। সিলেটের নারী উদোক্তাদের স্বপ্ন এবার আকাশচুম্বী। তাদের স্বপ্নের বাস্তবায়ন হবে কর্মে, পরিকল
অনুষ্ঠানে মধ্যাহ্ন ভোজন শেষে তৃতীয় পর্বে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সিলেটের বেতার ও টেলিভিশনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি