সমাজের বিশিষ্ট ব্যক্তিদের উদ্দ্যেশ্যে আমার খোলা চিঠি: একটু সাংবাদিকদের দিকে তাকান

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, মে ৫, ২০২০

সমাজের বিশিষ্ট ব্যক্তিদের উদ্দ্যেশ্যে আমার খোলা চিঠি: একটু সাংবাদিকদের দিকে তাকান
মু্হাম্মদ হাবিলুর রহমান জুয়েল
সাংবাদিকরা জাতির দর্পণ। এই শ্লোগান সমাজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জাতির এই দুর্যোগের মুহুর্তে এগিয়ে এসেছেন সাংবাদিকরা। প্রাণপ্রণ লড়াইয়ে অংশ নিচ্ছেন সামাজিক দূরত্ব এবং সরকারের আইন নিশ্চিতে মানুষের উদ্ভুদ্ধ করতে। তারই ধারাবাহিকতায় বিশ্বজুড়ে করোনা প্রাদুর্ভাবের পর থেকে যখন থেকে এই সোনার বাংলায় করোনার থাবায় জর্জরিত দেশ, দিশেহারা জনগণ তখন তাদেরকে সাহস দিয়ে থাকলে সাংবাদিকরাই দিচ্ছে। শুধু তাই নয় এ দেশের ভাষা আন্দোলন, ৬ দফা, গণ-অভ্যুত্থান থেকে মুক্তিযুদ্ধের সময় সাংবাদিকরা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমানে এই বৈশ্বিক সংকটে অনেক সাংবাদিক পত্রিকা বন্ধ থাকায় পাচ্ছেন না বেতন কিংবা বিজ্ঞাপন।
আমার প্রশ্ন আপনারা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের পাশে দাড়িয়েছেন।
কিন্তু আজ পর্যন্ত কে বা কারা সাংবাদিকদের পাশে দাড়ালেন। অনেক সাংবাদিক ক্ষুদার জ্বালায় কষ্টে দিন কাটাচ্ছেন। কিন্তু তারা সমাজের এমন এক পর্যায়ের সম্মানিত মানুষ যে আপনার নিকট হাত পাততে অনিচ্ছুক। কিন্তু আপনার বা আপনাদের উচিৎ তাদের পাশে দাড়ানোর। আসুন সবাই মিলে একটু সাংবাদিকদের পাশে দাড়াই। যে সকল প্রবীণ সাংবাদিকরা বর্তমানে অনেক অসুবিধায় দিন কাটাচ্ছেন। কে আসবেন সহযোগিতার হাত বাড়িয়ে?

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল