সম্প্রীতির রাজধানীতে সাম্প্রদায়িক আচরণ কাম্য নয় -সুলতান মনসুর এমপি

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১

সম্প্রীতির রাজধানীতে সাম্প্রদায়িক আচরণ কাম্য নয় -সুলতান মনসুর এমপি

নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ডাকসুর সাবেক ভিপি, ছাত্রলীগের সাবেক সভাপতি, জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নেতা সুলতান মুহাম্মদ মনসুর আহমদ। এক বিবৃতিতে তিনি বলেন অসাম্প্রদায়িক, সম্প্রীতি ও আধ্যাত্মিকতার রাজধানী নামে খ্যাত পুণ্যভূমি সিলেট বিভাগের ঐতিহ্য সম্বলিত সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের উপর হামলা নিসন্দেহে আমাদের জন্য লজ্জা ও কলঙ্কের। দীর্ঘ দিনের সাম্প্রদায়িক সম্প্রীতির তীর্থস্থানে এধরণের উগ্রবাদী আচরণ ষড়যন্ত্র ও সন্দেহের অবকাশ সৃষ্টি করে। কাজেই রাজনীতি, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক দায়িত্বের অংশ হিসেবে প্রতিটি ধর্ম, বর্ণ,ও শ্রেণীর মানুষের অধিকার নিশ্চিত করতে আমাদের প্রত্যেকেরই আরও দায়িত্ববান হওয়া উচিৎ। তিনি বলেন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠন গুলো এধরণের ন্যাক্কারজনক ঘটনার দায় এড়াতে পারেনা। তিনি এব্যাপারে সংশ্লিষ্টদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল