১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৬
শুক্রবার জুমার নামাজে সরকারি খুৎবা পড়তে অস্বীকার করায় এক ইমামকে আটক করেছে পুলিশ। নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের বানদত্ত বাজার জামে মসজিদে শুক্রবার এ ঘটনা ঘটে। সূত্র জানায়, মসজিদের জুমার নামাজে ওই ইমাম সাহেবকে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত খুতবা পড়ানোর অনুরোধ করে স্থানীয় আওয়ামী সমর্থক মুক্তিযোদ্ধা নজির আহমদ ও সায়েদুল হক মেম্বার। ইমাম সাহেব তখন বললেন, আমি এই সরকারি খুতবা মসজিদের মিম্বারে পড়াব না। এতে ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ সমর্থকরা তাকে মিম্বার থেকে ধরে এনে আটকে রেখে বেদম মারপিট করে। পরে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুমী পুলিশকে খবর দিয়ে ওই ইমামকে সোপর্দ করে। পরে মসজিদের মুয়াজ্জিন জুমার নামাজের ইমামতি করেন। কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, অভিযুক্ত হাফেজ বেলালকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আটক হওয়া ওই মসজিদের ইমামের নাম হাফেজ বেলাল হোসেন। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহি ইউনিয়নের চরকলমি গ্রামের নবী আলমের ছেলে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D