২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯
সিলেটের দিনকাল ডেস্ক:
কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারন) মোঃ মাহবুবুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব, কৃষকদের উন্নয়নে নিরলস ভূমিকা পালন করে যাচ্ছে। কৃষকদের যান্ত্রীক ক্রুটি নিরসনের লক্ষ্যে মাঠ পর্যায়ে সরকারী ভুর্তকী ও সহজ কিস্তিতে ধান ও বিভিন্ উপাদানের মেশিন ক্রয় করতে সহায়তা করে যাচ্ছে। কৃষি নির্ভশীল এ দেশে কৃষকদের সমস্যা নিরসনে সরকারের পাশাপাশি ব্যক্তিমালিকাধীন প্রতিষ্ঠানদের তাদের নিয়ে কাজ করার আহবান জানান।
শনিবার (১৪ ডিসেম্বর ) সকালে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার যাদবপুর পুটিজুড়ি, হবিগঞ্জ সদর চরহামুয়া ও চুনারুঘাট উপজেলার আটালিয়ায় আলীম ইন্ডাষ্টিজ লিঃ এর আলীম ডেডং মাল্টি-ক্রপ কম্পাইন হারভেষ্টার, আলীম লাকী স্টার হেড-ফিড কম্বাইন হারভেস্টার ও ফুল ফিড কম্বাইন হারভেস্টার এর মাধ্যমে পরীক্ষামূলক ধান কর্তন পরিদর্শন কালে উপরোক্ত কথা বলেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব ইন্ডাটিজ পরিচালক ও আলীম ইন্ডাষ্ট্রিজ লিঃ ম্যানেজিং ডাইরেক্টর আলীমুল এহসান চৌধুরী, কৃষি সম্প্রসারন অধিদপ্তর হবিগঞ্জ এর উপ পরিচালক তৈমুজ উদ্দিন, বাহুবল উপজেলা কৃষি অফিসার আব্দুল আওয়াল, চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার জালাল উদ্দিন সরকার, হবিগঞ্জ উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর, কৃষি অধিদপ্তর যান্ত্রীক প্রকল্প পরিচালক নাজিম উদ্দিন ও উপ পচিালক শেখ সফিক, বাংলাদেশ ধান গবেষনা ইন্সটিটিউট সিনিয়র সাইটেফক্টি অফিসার গোলাম কিবরিয়া, আলীম ইন্ডাষ্ট্রিজ লিঃ এর জেনারেল ম্যানেজার বিক্রয় ও বিপনণ ইঞ্জিনিয়ার হুমায়ুন কবীর প্রমুখ।
পরিদর্শন কালে মোঃ মাহবুবুল ইসলাম কৃষকের বিভিন্ন সমস্যা নিয়ে তাদের সাথে আলাপ করেন এবং কৃষি কাজে লাভবান হতে কিছু উপদেশ ও কৃষি অফিসারদের সহায়তা করতে বলেন।
সুবেদ/১৪/১২/১৯
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D