১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২১
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সম্প্রতি সারাদেশে সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে। এটাকে আমরা ঘৃণা করি। সেইসব অপরাধীদেরেক ধরে আইনের আওতায় আনা হবে। আমরা গর্ব করি সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা সুনামগঞ্জে এধরণের কোনও ঘটনা ঘটেনি। সারাবাংলায় মুক্তিযুদ্ধের চেতনায়, স্বাধীনতার চেতনায় হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান সকলে মিলে আমাদের মাতৃভূমিতে সমান মর্যাদায় বসবাস করবো। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সচেতন।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আইয়ূব বখত জগলুল স্মৃতি নক-আউট ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো কোনও সম্প্রদায়ের প্রতি পক্ষপাতিত্ব করেন না। তিনি পাথরের মতো শক্ত, পাহাড়ের মতো সুদৃঢ়, তিনি কারো কথায় কান দেয় না। সকল ধর্মের, সকল মতের মানুষের উন্নয়নে কাজ করছেন তিনি। আমরাও তার সঙ্গে কাজ করছি।
এ সময় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জয়নাল আবেদীন, আইয়ূব বখত জগলুল স্মৃতি পরিষদের উপদেষ্টা ও সুনামগঞ্জ পৌর সভার মেয়র নাদের বখত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান এমদাদ রেজা চৌধুরী প্রমুখ।
খেলায় জহিরুল হক এফসিকে ১ ও আরপিননগর ফুটবল দল ২ গোল করে। ফলে ১ গোল বেশি করে বিজয়ী হয় আরপিন নগর ফুটবল দল।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D