সরাইলে জাতীয় শোক দিবসে প্রস্তুতি সভা

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৯

সরাইলে জাতীয় শোক দিবসে প্রস্তুতি সভা

সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা মিলনায়তনে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব মোঃ নাজমুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩১২ সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, বক্তব্য রাখেন খায়রুল হুদা চৌধুরী বাদল, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃশফিকুর রহমান, সাধারণ সম্পাদক আবু আহম্মেদ মৃধা, উপজেলা আওয়ামীলীগের সদস্য এড. জয়নাল উদ্দিন, সৈয়দ আলী আবদাল, মুছা মৃধা ও মোস্তফিজুর রহমান, দীন ইসলাম, আমজাদ হোসে।
আগামী ১৫ আগষ্টের দিন বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মাল্যদান, স্কুল কলেজের ছাত্র,ছাত্রীদের নিয়ে আলোচনা সভা, রেলী, মিলাদ ও দোয়া মাহফিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্বরনে সর্বশ্রেষ্ট বাঙালী নামে শ্বরনিকা প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহীত হয়।