সিলেট ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০
স্পোর্টস ডেস্ক
রানের বন্যায় ভাসছে আইপিএলের ১৩তম আসর।
২০০-এর কাছাকাছি স্কোর যেন নিয়মিত ব্যাপার। টার্গেটে রানের পাহাড় ছুড়ে দিলেও প্রতিপক্ষের কাছে হার মানতে হচ্ছে।
আর আরব আমিরাতের এমন ব্যাটিং প্যারাডাইসে মাত্র ১৬৮ রানের পুঁজি নিয়েও চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স।
বুধবার রাতে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাইকে ১০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এলো কেকেআর।
দীনেশ কার্তিকদের মাত্র ১৬৭ রান পূরণে নেমে ১৫৭ রানেই থেমে যায় ধোনির দল।
টস জিতে ব্যাট করতে নেমে রাহুল ত্রিপাতির ৫১ বলে ৮১ রান ছাড়া উল্লেখযোগ্য আর কোনো ইনিংস দেখা যায়নি কেকেআরের।
যদিও শুরুতে শুভসূচনা করে রাহুল ত্রিপাতি ও শুভমান গিল। কিন্তু ৪.২ ওভারে ১২ বলে ১১ রান করে আউট হন শুভমান গিল।
এর পর চেন্নাইয়ের বোলারদের তোপে কেকেআরের ব্যাটসম্যানরা একে একে আসলেন আর গেলেন।
শুধু অন্য প্রান্তে দাঁড়িয়ে ব্যাট চালিয়ে গেছেন রাহুল ত্রিপাতি। মাত্র ৯ বলে ১৭ রানের ইনিংস খেলেন সুনীল নারিন।
সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন এউইন মরগানের ওপর। ৫ নম্বরে নেমে ১০ বলে মাত্র ৭ রান করে তিনিও সাজঘরের পথ ধরেন।
হার্ডহিটার আন্দ্রে রাসেল ৪ বলে ২ রান করেন। অধিনায়ক দীনেশ কার্তিক এবারও ফ্লপ হয়েছেন। সাত নম্বরে ব্যাট করতে নেমে ১১ বলে ১২ রান করেন। প্যাট কামিনস ৯ বল খেলে করেন ১৭ রান।
একমাত্র ৫১ বল মোকাবেলা ৮১ রান করে আউট হলে ১৬৭ রানে গিয়ে থামে কলকাতার ইনিংস।
চেন্নাইয়ের বোলার ডোয়াইন ব্র্যাভো ৪ ওভারে ৩৭ রান দিয়ে নেন ৩ উইকেট। স্যাম কারান, শার্দুল ঠাকুর ও করন শর্মা নেন ২টি করে উইকেট।
জবাবে ১৬৮ রান তাড়া করতে নেমে একই চিত্র দেখা গেছে চেন্নাই শিবিরে। রাসেল, নারিন, মাভির দুর্দান্ত বোলিংয়ে একে একে ধরাশায়ী হয়েছেন চেন্নাইয়ের খেলোয়াড়রা।
কেবল শেন ওয়াটসনের ৪০ বলে হাফসেঞ্চুরি (৫০) ছাড়া আর কোনো উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেনি কেউ। আম্বাতি রাইডু ২৭ বলে খেলেন ৩০ রানের ইনিংস। রবীন্দ্র জাদেজা করেন ৮ বলে ২১ রান। ফ্যাফ ডু প্লেসি করেন ১০ বলে ১৭ রান।
আর ১২ বল খেলে ১১ রান করেন মহেন্দ্র সিং ধোনি।
৫ উইকেট হাতে থাকলেও ১০ রানে হেরে যায় ধোনির দল।
শিভাম মাভি, বরুণ চক্রবর্তী, মলেশ নাগরকোটি, সুনীল নারিন ও আন্দ্রে রাসেল সবাই একটি করে উইকেট নেন। প্যাট কামিন্স উইকেট নিতে পারেননি।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি