সাংবাদিক ইকবাল মনসুরের কবর জিয়ারত

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, মে ৩, ২০২০

সাংবাদিক ইকবাল মনসুরের কবর জিয়ারত

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি সাংবাদিক মরহুম ইকবাল মনসুরের কবর জিয়ারত করেছেন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
২ মে শনিবার বাদ জোহর এসোসিয়েশনের পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত করেন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মামুন হাসান, সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, জাতীয় দৈনিক মানবজমিনের সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক ওয়েছ খছরু, মরহুমের মামা হেলাল আহমদ।
অন্যান্যের মধ্যে ছিলেন, মামুন চৌধুরী, মেহদি হাসান রনি। এতে মোনাজাত পরিচালনা করেন ভাতালিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মো. তফাজ্জল হোসেন।
উল্লেখ্য, মরহুম ইকবাল মনসুরের ২য় মৃত্যুবার্ষিকী পালন হওয়ার কথা থাকলেও বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতির কারনে তা করা সম্ভব হয়নি। এ কারনে সংগঠনের নেতৃবৃন্দসহ শোভাকাঙ্খিরা সংক্ষিপ্তভাবে মরহুমের কবর জিয়ারত করেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল