১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৯
দৈনিক সিলেটের দিনকালের প্রধান নির্বাহী কর্মকর্তা সাংবাদিক নুরুল ইসলাম ও স্টাফ রিপোর্টার মো.নাঈমুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী এম. লিয়াকত আলী, নিজপাট সদর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি ইমরান আহমদ, সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ শাহেদ আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কলামিস্ট নুরুল ইসলাম, সাংবাদিক ফয়েজ আহমদ, আবুল হানিফ, গোলাম সারওয়ার বেলাল, সুয়েব আহমদ, আব্দুল হালিম, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহেল আহমদ, সম্পাদক রেজাউল করিম সাব্বির, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, ১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটির সভাপতি সাবেক চেয়াম্যান আবুল মওলা চৌধুরী প্রমুখ।
এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, এ ধরণের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। স্বাধীন দেশে এমন ঘটনা আর যেন হয় না। আমরা চাই সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে। তারা আরো বলেন, নুরুল ইসলাম এর উপর হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানাই। এধরণের ঘটনা পুনরাবৃত্তি রোধ এবং সাংবাদিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মহলের প্রতিও আহবান জানান তারা।
উল্লেখ্য, গত বুধবার (২ জুলাই) দুপুরে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র রায়হান ইসলাম দীপুকে সন্ত্রাসীরা মারধর করতে থাকে। তখন ওই রাস্তা দিয়ে নিজ কর্মস্থল দৈনিক সিলেটের দিনকাল কার্যালয়ে যাচ্ছিলেন সাংবাদিক নুরুল ইসলাম ও মো. নাঈমুল ইসলাম। দীপুকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে এগিয়ে যান সাংবাদিক নুরুল ইসলাম ও মো. নাঈমুল ইসলাম। এসময় দীপুকে হামলাকারী সন্ত্রাসী মো. আরিফ, নয়ন, সম্রাট, বাঁধন, বক্কর সহ অজ্ঞাত ১৫/২০ তাদের সহযোগীদের নিয়ে ধারালো অস্ত্রসহকারে সাংবাদিক নুরুল ইসলাম ও মো. নাঈমুল ইসলাম এর উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারী সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ী আঘাতে মাথায়, হাতে ও শরীরে রক্তাক্ত জখম হয় নুরুল ইসলাম ও মো.নাঈমুল ইসলামের। তাদেরকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারী সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে ওই এলাকার স্থানীয় মাহিনও আহত হন। এ সময় সন্ত্রাসীরা নুরুল ইসলামের সাথে থাকা একটি ডি-৪০ ডিজিটাল স্টিল ক্যামেরা যার মূল্য অনুমান ৬০ হাজার টাকা, নগদ ২৭ হাজার ৭৮০ টাকা ও তার হাতে থাকা একটি কেসিও ঘড়ি ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাসীদের হামলায় আহত নুরুল ইসলাম, মো. নাঈমুল ইসলাম ও মাহিনের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আর রক্তাক্ত আহতাবস্থায় সাংবাদিক নুরুল সহ ৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। তাৎক্ষনিক খবর পেয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে সাংবাদিক নুরুল ইসলামকে দেখতে যান সিলেটের সাংবাদিক নেতারা ও তার সহকর্মীবৃন্দ। এসময় সকল সাংবাদিকবৃন্দ ন্যাক্কারজনক এ হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন এবং হামলাকারী সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি জানান।
শাহজাহান কবির খান (জৈন্তাপুর প্রতিনিধি)
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D