সাইফউদ্দিনের জ্বর

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০

সাইফউদ্দিনের জ্বর

স্পোর্টস ডেস্ক :

সপ্তাহদুয়েক পর ক্রিকেটারদের দলীয় অনুশীলন শুরু হবে। তার আগে জ্বরে ভুগছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে সুখবর হল তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

টেস্ট অধিনায়ক মুমিনুল হক দু’দিন পেটের পীড়ায় ভুগলেও বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন। মধ্য উইকেটে ব্যক্তিগত অনুশীলন শুরু হলেও কোচরা না থাকায় এখনও ঢিলেঢালাভাবে চলছে অনুশীলন।

ফিজিও ও ট্রেনার জুলিয়ান ক্যালেফাতো ও নিক লি’র ক্যাম্পে যোগ দেয়ার অপেক্ষায় ক্রিকেটাররা।

সাইফউদ্দিনের জ্বর নিয়ে কাল বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, ‘সাইফউদ্দিনের জ্বর ছিল দু’দিন। আজ (বুধবার) একটু ভালো। ওষুধ চলছে। এখন সে ফেনীতে আছে। করোনা পরীক্ষা করিয়েছিল। ভালো খবর, ফল নেগেটিভ এসেছে। অনুশীলনে ফিরতে সময় লাগবে। অন্তত এক সপ্তাহ তো লাগবেই।’ এদিকে বিসিবির কর্মীরা বাসায় থেকে কাজ করলেও, যাদের খুব প্রয়োজন তারা বিসিবির কার্যালয়ে যাচ্ছেন। সূচি অনুযায়ী ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল