১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০১৬
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) ফাইনালে ওঠার লড়াইয়ে শাহরুখ খানের দলকে প্রতিপক্ষ পেলো সাকিব আল হাসানরা। প্রথম প্লে অফে গায়ানা অ্যামাজনের কাছে হেরে যায় সাকিব আল হাসানদের দল জ্যামাইকা তালাওয়াস। এতে গায়ানা ফাইনালে উঠলেও সাকিবদের অপেক্ষা করতে হয়। আজ দ্বিতীয় প্লে অফে সেন্ট লুসিয়া জুকসকে ৫ উইকেটে হারিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। এতে আগামীকাল ভোর ৬ টায় এলিমিনেটরে মুখোমুখি হবে জ্যামাইকা ও ত্রিনবাগো নাইট রাইডার্স। এদের মধ্যের জয়ী দল সোমবার ফাইনালে খেলবে গায়ানার বিপক্ষে। ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সে খেলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। এই ক্লাবটির মালিক শাহরুখ খান। বলিউডের খ্যাতিমান এ অভিনেতা ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগেও দল কিনেছেন। দলটির নাম ত্রিনবাগো নাইট রাইডার্ট। কিন্তু এখানে সাকিবকে কেনেনি শাহরুখ খান। সাকিব খেলেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে। আগামীকাল সিপিএলের শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে এলিমিনেটরে মাঠে নামবে সাকিব আল হাসানের জ্যামাইকা তালাওয়াস।
দ্বিতীয় প্লে অফে টস হেরে আগে ব্যাটে গিয়ে ৮ উইকেটে ১৬৪ রান করে সেন্ট লুসিয়া জুকস। জবাবে ৯ বল হাতে রেখে ৫ উইকেটে জয় তুলে নেয় ত্রিনবাগো নাইট রাইডার্স। ৪১ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন ব্রেন্ডন ম্যাককালাম। তারসঙ্গে ২ ছক্কা ও ১ চারে ১৪ বলে ২২ রানে অপরাজিত থাকেন সুনীল নারাইন। আর শুরুতে উমর আকমল ১ ছক্কা ও ৫ চারে ১৫ বলে করেন ৩০ রান। এর আগে জুকসের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন আন্দ্রে ফ্লেচার। আর শেষের দিকে ৩ ছক্কা ও ১ চারে মাত্র ২২ বলে ৪০ রান করেন অধিনায়ক ড্যারেন সামি।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D