সাকিবের ফেরার ম্যাচে ফিল্ডিংয়ে খুলনা

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০

সাকিবের ফেরার ম্যাচে ফিল্ডিংয়ে খুলনা

খেলাধুলা :বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে তামিম ইকবালের দল ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন জেমকন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। নিষেধাজ্ঞার পরে এই ম্যাচের মাধ্যমে ক্রিকেটে ফিরছেন সাকিব। এই টুর্নামেন্টে তাকে দলে নিয়েছে জেমকন খুলনা। জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করায় গত বছরের ২৯ অক্টোবর ক্রিকেটে সাকিবকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। যার মধ্যে এক বছর ছিল নিষেধাজ্ঞা।মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকাকে ২ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল মিনিস্টার গ্রুপ রাজশাহী।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল