সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের কবর জিয়ারত করলেন মহানগর বিএনপি নেতৃবৃন্দ

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের কবর জিয়ারত করলেন মহানগর বিএনপি নেতৃবৃন্দ

অনলাইন ডেস্ক : বরেণ্য রাজনীতিবিদ, অর্থনৈতিক সংস্কারক ও সিলেট বিভাগের রূপকার সাবেক সফল অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষ্যে মরহুমের নিজ গ্রাম মৌলভীবাজার জেলা সদরের বাহাদমর্দন গ্রামে কবর জিয়ারত করেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

মরহুমের কবর জিয়ারতের উদ্দেশ্যে ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী ভাতালিয়াস্থ বাসায় জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে সকাল ১১টার দিকে রওয়ানা দেন নেতৃবৃন্দ। বাদ জোহর নেতৃবৃন্দ মরহুমের মাজার জিয়ারতকালে তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন এবং মরহুমকে জান্নাতের উচ্চ মোকাম দান করার জন্য মহান রাব্বুল আল আমিনের দরবারে দোয়া করেন।

মাজার জিয়ারতকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, সহ-সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল হক জিয়া, আমির হোসেন, যুগ্ম সম্পাদক মিলাদ আহমদ, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, মহানগর বিএনপি নেতা কামাল মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এ. কে. এম. ফজলুল হক, জেলা যুবদলের আহŸায়ক কমিটির সদস্য কয়েছ আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ রহিম আলী রাসু, নজির আহমদ, সজিবুর রহমান রুবেল, নাজির আহমদ, মহানগর ছাত্রদলের সহ সভাপতি আব্দুল হাছিব, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল