সাম্যবাদী দলের কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য কমরেড ধীরেন সিংহের মৃত্যুতে সিলেট জেলা আ’লীগের শোক

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২২

সাম্যবাদী দলের কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য কমরেড ধীরেন সিংহের মৃত্যুতে সিলেট জেলা আ’লীগের শোক

সিলনিউজ বিডি ডেস্ক :: বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম নেতা, সাম্যবাদী দলের সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক, সাম্যবাদী দলের কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য, সমাজতন্ত্র ও গনতন্ত্র প্রতিষ্ঠার অগ্রসৈনিক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের সৎ নির্লোভ, নিরহংকার ও আদর্শবান ব্যাক্তিত্ব ধীরেন সিংহের মৃত্যবরণ করেছেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটকালীন সময়ে তাঁর ন্যায় একজন বিচক্ষণ দৃঢ়প্রতিজ্ঞ আদর্শবান জনবান্ধব নেতার মৃত্যুতে দেশ জাতি বিশেষ করে সিলেটবাসীর এক অপুরনীয় ক্ষতি হয়ে গেলো।

শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল