২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শনিবার দুপুরে চৌমুহনীতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। সংগঠনের জেলা সভাপতি অ্যাড. মাখন লাল দাশের সভাপতিত্বে জেলা,উপজেলা,পৌর, এবং ইউনিয়ন কমিটির সদস্যদের উপস্থিতে মানববন্ধনে বক্তারা বলেন,
দেশের বিভিন্ন স্থানে মানবতা ধংস করা ও সংখ্যালঘুদের উপর নিপীরণ নির্যাতন চালানো হচ্ছে।
সম্প্রতি অন্যায় ভাবে কুমিল্লার মুরাদনগর সহ বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ঘরবাড়ি জ¦ালিয়ে দেয়া হয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ফেইক আইডি’র মাধ্যমে ধর্ম অবমাননার অজুহাতে বহিষ্কার, হয়রানি ও ধর্মপ্রান শহীদুন্নবীকে নৃশংস ভাবে জ¦ালিয়ে মারার ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রতিবাদে এই কর্মসূচির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।
এছাড়া প্রতিবাদ সমাবেশে যোগ দেন জেলা পুজা পরিষদ নেতৃবৃন্দ, টিএসএস সংগঠনের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মবলম্বী বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
নেতৃবৃন্দ সংখ্যালঘুদের হয়রানী ও বাড়িঘর জ¦ালাও পুড়াও, মন্দিরের প্রতিমা ভাঙ্গচুরের ঘটনায় জড়িত হীন চক্রান্তকারীদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করাসহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানান
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D