সারী নদীতে অবৈধ বালু উত্তোলন প্রশাসনের যৌথ অভিযানে আটক এক

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৪

সারী নদীতে অবৈধ বালু উত্তোলন প্রশাসনের যৌথ অভিযানে আটক এক

নিউজ ডেস্ক:

সিলেটের জৈন্তাপুরে সারী তিনে (১৯ বিজিবি) ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর উপস্থিতিতে অভিযান পরিচালনা হয়।

জানা গেছে বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টা হতে বিকাল ৫ টা পর্যন্ত জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি),সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল,পুলিশের সমন্বয়ে সিলেট জেলার আখালিয়াস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অধীনস্থ লালাখাল বিওপি’র উপস্থিতিতে সারী নদী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানিক দল জৈন্তাপুর উপজেলার পাখিবিল,কামরাঙ্গী চর,উত্তর কামরাঙ্গীর চর এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলনকৃত কয়েক হাজার ঘনফুট বালি জব্দ করে।

সারী নদী বালুমহালের (ক) পাখি বিল নামক স্থানে ৭০০০ হাজার ঘনফুট বালু (খ) কামরাঙ্গিখেল দক্ষিণে ৩০০০ হাজার ঘনফুট বালু (গ) কামরাঙ্গি স্কুলের ঘাটে ৫০০০ হাজার ঘনফুটের বেশি বালু জব্দ করা হয়।

এদিকে রাংপানি নদী সংলগ্ন ৪ নং বাংলা বাজারে  আনুমানিক ১৫০০০ হাজার ঘনফুট বালু,১২০০০ ঘনফুটের অধিক পাথর সেনাবাহিনী,বিজিবি,পুলিশ,পরিবেশ অধিদপ্তর, সিলেট এর সহকারী পরিচালক,পরিদর্শক এর সহযোগিতায় অভিযান পরিচালিত হয়। জব্দ কৃত বালু পাথর,সংশ্লিষ্ট ইউ/পি চেয়ারম্যান,সদস্য ও ট্রাক শ্রমিক ইউনিয়ন,বালু পাথর শ্রমিক ইউনিয়নের সভাপতির মাধ্যমে রাখা হয়েছে।এছাড়া সংশ্লিষ্ট স্পট সমূহ হতে ৪ টি ট্রাক জব্দ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং পুলিশ কে নিয়মিত মামলা দেয়ার অনুরোধ করা হয়।অবৈধভাবে বালু উত্তোলনের সময় লালাখাল পাখিবিল নামক স্থান হতে বালুভর্তি হাইড্রোলিক ড্রামট্রাকসহ ১ জন আসামীকে আটক করে।ট্রাকসহ আটককৃত বালুর মূল্য ৬০ লক্ষ টাকার অধিক।আসামীসহ আটককৃত মালামাল জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।অভিযান পরিচালনাকালীন পরিবেশ অধিদপ্তরের ০২ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সাম্প্রতিক সময়ে সারী নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিভিন্ন চাঁদাবাজি ও অনিয়মের তথ্য পাওয়া যায়।চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত এলাকায় অনিয়মের বিরুদ্ধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল