সালাহকে পেছনে ফেলে আফ্রিকার সেরা সাদিও মানে

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

সালাহকে পেছনে ফেলে আফ্রিকার সেরা সাদিও মানে

স্পোর্টস ডেস্ক:
অবশেষে দ্বিতীয় থেকে প্রথম হওয়ার স্বপ্ন পূরণ হলো সাদিও মানের। মোহাম্মদ সালাহকে টপকে আফ্রিকান ফুটবলের সেরার মুকুট জিতলেন সেনেগালের সাদিও মানে। ২০১৯ সালে নিজ ক্লাব লিভারপুলকে চ্যাম্পিয়ন লিগ জেতানোর পাশাপাশি জাতীয় দল সেনেগালকে আফ্রিকান ন্যাশনস কাপের ফাইনালে নিয়ে যাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ডটি নিজ ঘরে তুললেন তিনি।

২০১৭ ও ২০১৮ সালে এই মুকুটটি জিতেছিলেন সাদিও মানের লিভারপুলের সতীর্থ মোহাম্মদ সালাহ। এর আগে সেনেগালের এল হাদি দিওফ ২০০১ ও ২০০২ সালে পর পর দুইবার এই অ্যাওয়ার্ডটি জেতার পর দ্বিতীয় সেনেগালিস হিসেবে এই পুরস্কারটি নিজের করে নিলেন মানে। গত তিন বছর দ্বিতীয় সেরা হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিলো এই ফুটবলারকে।

২০১৯ সালে অনুষ্ঠিত আফ্রিকান নেশন্স কাপে নিজ দেশের সেরা খেলোয়াড় ছিলেন সাদিও মানে। সেই টুর্নামেন্টে সেনেগালকে ফাইনালে নিয়ে যাওয়ার পথে তিনটি গোল করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। গ্রুপ পর্বে কেনিয়ার বিপক্ষে জোড়া গোল করার পর শেষ ষোলোতে উগান্ডার বিপক্ষেও করেছিলেন একটি গোল। ২২ গোল নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে যৌথ সর্বোচ্চ গোলদাতাও ছিলেন মানে। সব মিলিয়ে ২০১৮-১৯ মৌসুমে মোট ৩৮টি গোল করেন সাদিও মানে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল