সালাহর গোলে রক্ষা পেল লিভারপুল

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০

সালাহর গোলে রক্ষা পেল লিভারপুল

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের তলানিতে থাকা ফুলহ্যামের বিপক্ষে হারতে বসেছিল বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।

দ্বিতীয়ার্ধের শেষদিকে দলটির তারকা ফুটবলার মোহামেদ সালাহর গোলে রক্ষা পেয়েছেন অলরেডরা।

রোববার রাতে অ্যাওয়ে ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল।

ম্যাচের ২৫ মিনিটে ববি রিডের গোলে এগিয়ে যায় ফুলহ্যাম। কর্নার কিক থেকে বলদখলে নিলেও ক্লিয়ার করতে পারেনি লিভারপুল। ফলে বল চলে আসে ফুলহ্যামের লুকম্যানের পায়ে। তিনি ববি রিডকে পাস দেন। সেই বল নিয়ে দুর্দান্ত গতিতে ডি-বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে জালের ঠিকানা খুঁজে নেন ববি।

বিরতির আগে আর কোনো গোল না হওয়ায় ০-১ তে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লিভারপুল।

দ্বিতীয়ার্ধে নেমে অনেকটা সময় প্রাণপণ চেষ্টা করেও সমতায় ফিরতে ব্যর্থ হয় লিভারপুল।

অবশেষে সাফল্য এসে ধরা দেয় ৭৯ মিনিটে।

ডিবক্সে লিভারপুলের খেলোয়াড়কে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

আর সফল স্পটকিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান মোহামেদ সালাহ।

তবে এর পর আর কোনো সাফল্য ধরা দেয়নি অলরেডদের ভাগ্যে।

রেফারির শেষ বাঁশিতে ১-১ সমতায় মাঠ ছাড়ে ইর্য়ুগ্লেন ক্লপের শিষ্যরা।

এ নিয়ে আসরে টানা পাঁচটি অ্যাওয়ে ম্যাচে জয় পেল না লিভারপুল। এর মধ্যে চারটিতে ড্র করেছে, একটিতে হেরেছে।

সবমিলিয়ে ১২ ম্যাচে ৭ জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে আগের মতো দ্বিতীয় স্থানেই আছে লিভারপুল। ৮ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে এক মৌসুম পর প্রিমিয়ার লিগে ফেরা ফুলহ্যাম।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল