২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, মে ১৮, ২০১৭
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি নাইজেরিয়ান প্রতিনিধি দল পরিদর্শন করেছে। বৃহস্পতিবার নাইজেরিয়ান ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর ২৫ সদস্যেও একটি প্রতিনিধি দল সিকৃবি ক্যাম্পাসে আসে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। নাইজেরিয়ান প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছিলেন ক্যাডার অ্যাম্মানুয়েল অলাটুনজি ব্যাকলি। ঝড়ো আবহাওয়ায় দুপুর তিনটায় প্রতিনিধি দলটি ক্যাম্পাাসে প্রবেশ করলে তাদের স্বাগত জানান সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম। এসময় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রক্টর এবং বিভাগীয় কর্মকর্তাবৃন্দ। এরপর ভাইস-চ্যান্সেলর সম্মেলন কক্ষে এক প্রীতিসভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা নাইজেরিয়ান প্রতিনিধিদের সামনে তুলে ধরেন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ মাহফুজুর রহমান। এসময় বিদেশীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিকৃবির ভিসি ও ডিনবৃন্দ। সভা শেষে নাইজেরিয়ানদের পক্ষ থেকে ভিসি ড. আলমকে সম্মানসূচক ব্যাচ পড়িয়ে দেন টিম কোঅর্ডিনেটর বিগ্রেডিয়ার জেনারেল জোসেফ আরিমু লাউইন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও দলটিকে শুভেচ্ছা স্মারক উপহার দেয়া হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে আফ্রিকার বিভিন্ন দেশ সম্মিলিতভাগে গবেষণা কার্যক্রম চালানো যায় কি না এ বিষয়ে আলোচনা হয়। এরকম প্রস্তাব আসলে সিকৃবি কর্তৃপক্ষ তা সাদরে গ্রহণ করবে বলে জানিয়েছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D