সিলেটের কোম্পানীগঞ্জে আবারো ইউএনও বদল

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জে আবারো ইউএনও বদল

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)পদে আবারো রদবদল হয়েছে।

সোমবার বিকেলে বর্তমান ইউএনও আজিজুন নাহারকে ফেঞ্চুগঞ্জে বদলি করে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জে পদায়ন করা হয়।

তবে মঙ্গলবার সকালে সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়। সর্বশেষ আদেশ অনুযায়ী চুনারুঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়াকে কোম্পানীগঞ্জে আর ফেঞ্চুগঞ্জের শফিকুল ইসলামকে চুনারঘাটে বদলি করা হয়।

বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সাদাপাথর লুটের ঘটনা ঠেকাতে ব্যর্থ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলির আদেশ হয় সোমবার।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর লুটের ঘটনায় ইউএনও আজিজুন্নাহারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। লুটপাট বন্ধে দায়িত্বশীল আচরণ না করে উল্টো লুটপাটে সহযোগিতার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল। সাদাপাথর লুট নিয়ে কয়েক মাস ধরেই গণমাধ্যমে সংবাদ প্রকাশ হচ্ছিল। কিন্তু এর বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেননি ইউএনও আজিজুন্নাহার।

এর আগে রবিবার ঢাকায় একটি অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানও সাদাপাথর লুটে স্থানীয় প্রশাসনের ব্যর্থতার বিষয়টি সামনে এনে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন।

এরই প্রেক্ষিতে ইউএনও আজিজুন্নাহারকে বদলি করা হয় আর সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকে ওএসডি করে তার স্থলে আলোচিত সারোয়ার আলমকে সিলেটে পদায়ন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল