১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: চা-বাগান আর টিলাবেষ্টিত নয়নাভিরাম সিলেট ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ নারী ক্রিকেটারদের ইভেন্ট বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০ এর নবম আসর হয়েছে।
১ এপ্রিল থেকে মূল গেমস শুরু হওয়ার কথা থাকলেও আন্তর্জাতিক সূচির চাপে মেয়েদের ক্রিকেটটা শুরু হয়ে গেল মাস খানেক আগেই। আর এ আয়োজনকে বর্ণিল করতে ঢাকা থেকে সিলেটে উড়ে আসেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলুন উড়িয়ে, জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন আনুষ্ঠানিকতার।
এসময় বিওএ মহাসচিব শাহেদ রেজা বলেন, ‘আমাদের গেমসটা এপ্রিল মাসে শুরু হবে। ১০ তারিখ পর্যন্ত চলবে। কিন্তু মেয়েদের সামনে ব্যস্ততা আছে, তাই তাদেরটা আগেই শুরু হয়ে গেল। এটা দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের অনুশীলনটাও হয়ে যাবে। আমরা বঙ্গবন্ধুকে সব জায়গায় ছড়িয়ে দিতে চাই, তাই গেমসকে জেলায় জেলায় আয়োজন করছি।’ এ ধরনের ইভেন্ট যত বেশি হবে ততই বাড়বে দেশের অ্যাথলিটের সংখ্যা। আর এখানে ভালো করারাই একদিন আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করবে বলে আশা মহাসচিবের।
শাহেদ রেজা আরও জানান, আমাদের কাজ শুধু গেমস আয়োজন করা না। এখানে যারা ভালো করবে তাদেরকে ভবিষ্যতের পথ দেখানোটাও আমাদের কাজ। আমরা যুব গেমসের পর অ্যাথলিটদের নিয়ে কাজ করেছি। সাফে তারা আমাদের জন্য পদক এনে দিয়েছে। এখান থেকেই আশা করি, অনেক ভালো অ্যাথলিট উঠে আসবে, তারাই সামনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মেয়েদের ক্রিকেটের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল।
উদ্বোধনের পরই শুরু হয় প্রথম ম্যাচ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ লাল দলের বিপক্ষে ব্যাট করতে নেমে দশ উইকেটের ব্যবধানে জয় লাভ করেছে বাংলাদেশ নীল দল।
দেশের সর্ববৃহৎ ঘরোয়া ক্রীড়া আসরের ক্রিকেট ইভেন্টে অংশ নিচ্ছে তিনটি দল। এপ্রিলে সাউথ আফ্রিকার ইমার্জিং দল বাংলাদেশ সফরে আসবে। খেলবে পাঁচটি ওয়ানডে। যে কারণে বিওএ’র অনুমোদন নিয়ে সিলেটে বিসিবি শুরু করে দিল মেয়েদের ক্রিকেট। সালমা-রুমানা-জাহানারাদের সামনে ওয়ানডে বিশ্বকাপ বাছাই থাকায় প্রস্তুতির সুবিধার্থে ৫০ ওভারে অনুষ্ঠিত হবে সব ম্যাচ।
ডিসেম্বরে ঘরের মাঠে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে প্রথমবার দল গড়েছে বাংলাদেশ। ৩৪ ক্রিকেটারকে নিয়ে সিলেটে এমাসের ক্যাম্প শেষ হয় মঙ্গলবার। সেখান থেকে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে তিন দলের জন্য ১৪ জনকে বেছে নিয়েছেন নির্বাচকরা।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D