সিলেট ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২৫
সিলেটে আ.লীগ নেতা আবদুর রাজ্জাক খু ন: পরিবার ঘিরে পুলিশের স ন্দে হ
ডেস্ক রিপোট
সিলেটে বাসার ছাদে আওয়ামী লীগ নেতা খুনের ঘটনায় নিহতের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে। পুলিশ তার পাঁচ দিনের রিমান্ড চেয়েছে। হত্যাকান্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন মামলা না করায় দক্ষিণ সুরমা থানার এসআই আনোয়ারুল কামাল।
পুলিশ জানায়, শুক্রবার সকালে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বাড়ির ছাদ থেকে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়। ছুরিকাঘাতে তার নাড়িভুড়ি বের হয়ে এসেছিল। বুকের মধ্যেও ছুরিকাঘাত ছিল। এছাড়া অন্ডকোষও কেটে ফেলে খুনিরা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আবদুর রাজ্জাকের মৃত্যু আত্মহত্যা বলে দাবি করে তার পরিবার। কিন্তু হত্যাকান্ডের আলামত সেটি বলছে না। তাঁর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা দায়ের করতে চেয়েছিল। কিন্তু পুলিশ অপমৃত্যু মামলা নেয়নি। পরিবার রাজি না হওয়ায় দক্ষিণ সুরমা থানার এসআই আনোয়ারুল কামাল বাদি হয়ে অজ্ঞাতদের আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।
ওই মামলায় নিহতের ছেলে আসাদ হোসেনকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে। তার পাঁচ দিনের রিমান্ড চেয়েছেন তদন্ত কর্মকর্তা এআই এবিএম শাহ আলম। আসাদকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকান্ডের রহস্য উন্মোচন হওয়ার সম্ভবনা রয়েছে।
পুলিশ কর্মকর্তা সাইফুল জানান, হত্যাকান্ডের পর বাসার সিসি ক্যামেরা চেক করা হয়েছে। ওই সময় বাইরে থেকে কেউ বাসায় প্রবেশ করেনি। কেউ বের হয়েও যায়নি। তাই ধারণা করা হচ্ছে পরিবারের সদস্যদের হাতেই আবুদর রাজ্জাক খুন হয়েছেন। বাড়িতে আবদুর রাজ্জাকের স্ত্রী, ছেলে, ছেলের স্ত্রী ও এক নাতি থাকতেন। বড় রকমের কোন ক্ষোভ থেকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। হত্যাকারী আক্রোশবশত ছুরিকাঘাত করে নাড়িভুড়ি বের করে দিয়েছে। বুকের মধ্যে ছুরিকাঘাত করার পাশাপাশি অন্ডকোষও কেটে ফেলেছে। আলামত বলছে, এই হত্যাকান্ডের নেপথ্যে যৌন হয়রানিরও ঘটনা থাকতে পারে।
সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি