সিলেট ২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৫
সিলেটে গরম ও লোডশেডিংয়ে না কা ল জনজীবন
ডেস্ক রিপোট : সিলেটে বেড়েছে গরমের তীব্রতা। এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। এই দুইয়ে মিলে নাকাল হয়ে পড়েছে সিলেটের জনজীবন। বৃহস্পতিবার সকাল থেকেই সিলেট নগরীসহ পুরো বিভাগে ঘন্টার পর ঘন্টা হয় লোডশেডিং। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিভাগীয় অফিস সূত্র জানিয়েছে, দেশে হঠাৎ করেই বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়া এবং উৎপাদন কমে যাওয়া কারণে সারাদেশের ন্যায় সিলেটেও লোডশেডিং পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সিলেট সূত্রে জানা যায়, জাতীয় গ্রিড থেকে সরবরাহ সংকটের কারণে দিনে-রাতে একাধিকবার লোডশেডিং দেওয়া হচ্ছে। জাতীয় গ্রিড থেকে সরবরাহ বাড়লে সংকট কিছুটা কমতে পারে।
পিডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট বিভাগে বিদ্যুতের চাহিদা ছিল ২৪০ মেগাওয়াটেরও বেশি। কিন্তু সরবরাহ মিলেছে ১৭০ মেগাওয়াট। ফলে বিভাগে ৩০ শতাংশ লোডশেডিং করতে হয়েছে।
এদিকে এই সময়ে সিলেট জেলায় ১৫০ মেগাওয়াট বিদ্যুতের বিপরীতে বরাদ্দ মিলেছে মাত্র ১০০ মেগাওয়াট। ফলে জেলায় ৩৬ শতাংশ লোডশেডিং করতে হয়েছে।
এমন পরিস্থিতিতে সিলেট বিভাগে এক ঘন্টা পর পর লোডশেডিং হচ্ছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি সিলেট বিভাগীয় প্রধান প্রকৌশলী আব্দুল কাদির জানান, জাতীয় গ্রিড থেকে সরবরাহ কম হচ্ছে। ফলে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সররাহ করা সম্ভব হচ্ছে না। এটি কতদিন থাকবে তা নির্দিষ্ট করে বলা যাবে না। জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ হলে এ কমে যাবে। তবে ২/৩ দিনের মধ্যে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি