১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০
মনীষা ওয়াহিদ:
সারাবিশ্ব করোনা আতঙ্কে কাপঁছে। বাংলাদেশও আছে সর্বোচ্চ ঝুঁকিতে। তাদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন দেশের শ্রমজীবী মানুষরা। অসাধুব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে স্যানিটাইজার, মাস্কের বাজারে অপ্রাপ্যতা ও দুই থেকে তিন গুণ দাম বৃদ্ধি দেখা দিয়েছে। এ অবস্থায় এই নিম্নবিত্ত আয়ের শ্রমজীবী মানুষ ও তাদের শিক্ষার্থী সন্তানদের জন্য বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ।
শুক্রবার বিকেল ৪ টায় নগরীর কোর্ট পয়েন্টে ও সংলগ্ন এলাকাসমূহে বিভিন্ন শ্রমজীবী – মেহনতি ও শিক্ষার্থীদের মধ্যে মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য তুহিন কান্তি ধর, যুব ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন, উদীচী সিলেটের সন্দীপ দেব প্রমুখ।
এ উদ্যোগর বিষয়ে ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সরোজ কান্তি বলেন, ছাত্র ইউনিয়ন তার সাত দশকের ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলাদেশের শ্রমজীবী মানুষ ও সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান সময়ে একজন শ্রমিক মেহনতি মানুষের পক্ষে স্বাস্থ্যপণ্য ক্রয় করা সম্ভব না। দেশের এই সংকটময় সময়ে আমরা শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার সরবারহ করছি। তিনি আরো জানান, শুক্রবার প্রায় ১০০ টি হ্যান্ড স্যানিটাইজার আমরা বিতরণ করেছি। প্রাথমিকভাবে আমরা পাঁচ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করার কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের চলমান এ কর্মসূচি পরিচালনার বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন।
এই অর্থ উত্তোলনে ছাত্র ইউনিয়ন গণতহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে। বিকাশ, রকেটের মাধ্যমে ছাত্র ইউনিয়নকে আর্থিক সহায়তা প্রদান করে শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এই ছাত্রনেতা।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D