১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০
সিলেটের দিনকাল ডেস্ক:
এনালগ টেলিফোন থেকে ডিজিটালে এবং বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড হতে পরিবর্তীত হয়ে সরকারী সেবা প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড (বিটিসিএল) এ পরিণত হয়েছে সিলেট বিভাগীয় কার্যালয়। সিলেট বিটিসিএল সূত্রে প্রাপ্ত তথ্যে এই খবর জানা গেছে।
গিগাবাইট প্যাসিফি অপটিক্যাল নেটওয়ার্কের আওতায় সারাদেশের ন্যায় জি-ফোন সার্ভিস চালু করেছে সিলেট বিটিসিএল। ২০১৯ সালের মার্চ মাস থেকে সিলেট মহানগরীতে গ্রাহকদের কাছে নামমাত্র মূল্যে জি-ফোন সার্ভিস সংযোগ দেয়া হয়। এ সার্ভিসটি প্রথমে সরকারি প্রতিষ্ঠানে দেয়া হয়। পরবর্তীতে গ্রহকদের সংযোগ দেয়া হচ্ছে। বিটিসিএল কর্তৃপক্ষ বলেন, বেসরকারি ডিজিটাল টেলিফোন এডিএসএল নেটের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে জি-ফোন সার্ভিস।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, সিলেটে বিটিসিএলের জি-ফোন সার্ভিসের সংযোগ নিতে সিলেট মহানগরীতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। অত্যাধুনিক হাইস্পিড সম্পন্ন ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহক ডিস তার ছাড়া স্মার্ট টেলিভিশন, কম্পিউটার, ফোন সার্ভিস পাওয়া যাচ্ছে। এই সুবিধার মধ্য দিয়ে নেটওয়ার্কিং সম্পর্কিত যাবতীয় কাজ করা যায়। এখন পর্যন্ত ১৬৫জন নতুন গ্রাহক জি-ফোনের সংযোগ গ্রহণ করেছেন। এতে ক্রমান্বয়ে জি-ফোনের গ্রাহক বৃদ্ধি পাচ্ছে। পূর্ব নির্ধারিত ফি ৭শত টাকা জমা দিয়ে ফোন সংযোগ নিতে হতো। বর্তমানে মুজিব বর্ষ উপলক্ষে সম্পূর্ণ ফ্রি সংযোগ দেয়া হচ্ছে।
ডিজিটাল জি-ফোনের মাধ্যমে সরকার জনগণকে ত্রিপুল সার্ভিস সুবিধা দিচ্ছে। সুবিধাসমূহের মধ্যে ইন্টোরনেট, ভয়েস ও ভিডিও রয়েছে। প্রতি মাসে ৩৫০ টাকায় ৫ এমবিপিএস, ৭শত টাকায় ১০ এমবিপিএস এবং ১২শত টাকায় ২০ এমবিপিএস স্পীডে ইন্টারনেট ব্যবহার করতে পারনে গ্রহণগণ। বর্তমানে মুজিব বর্ষ উপলক্ষে টেলিফোনে মাসিক সার্ভিস চার্জ ফ্রি করে দেয়া হয়েছে। টি এন্ড টি টু মোবাইলে প্রতি মিনিট কলরেট ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সিলেটে প্রচলিত ৭১ টেলিফোন কোডের গ্রাহকগণ জি ফোন এর সুবিধায় আসতে পারবেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন ওই কোডের টেলিফোন গ্রাহকদেরকে পর্যায়ক্রমে আপডেট সার্ভিসের আওতায় নিয়ে আসা হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইটে আগামীতে যুক্ত হবে বিটিসিএল। বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে। স্যাটেলাইটে যুক্ত হলে জি ফোনের সুবিধার আওতাধীন সকল গ্রাহক বিশ্বের সবদেশের চ্যানেল উপভোগ করতে পারবেন বলে জানান সিলেট বিটিসিএল বিভাগীয় কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক সুইচ (পিএন্ডআই) প্রকৌশলী মোহন কুমার পন্ডিত।
এ ব্যাপারে বিটিসিএল’র প্রকৌশলী (ইমরাত) এজাজুল হক এজাজ বলেন, সিলেটে জি ফোনের গ্রাহক চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এক্সটানাল নেটওয়ার্কে কোন কোন এলাকায় ধীর গতিতে চলছে। সেজন্য তিনি দ্রুত গতির আওতায় আনতে সংশ্লিষ্ট প্রকল্পে বিষয়টি যুক্ত করেছেন। তিনি বলেন, নেটওয়ার্ক এক্সটেনশন প্রকল্প দ্রুত সফল ভাবে সম্পাদন করতে সংশ্লিষ্টদের তাগিদ দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, জি-ফোন সার্ভিসে বর্তমানে সংযুক্ত টেলিফোন কোড ০৮২১ নম্বরটি পর্যায়ক্রম উঠে গিয়ে জাতীয় ফোন কোর্ড ০২ হয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D