সিলেট ২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৫
প্রেস বিজ্ঞপ্তি : নারী ও পুরুষের অধিকারে ন্যায্যতা প্রতিষ্ঠায় সিলেটে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত বিভাগীয় অ্যাডভোকেসি সভায় উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মো. আনিসুজ্জামান চৌধুরী,এসআরইউ সেক্রেটারি ও দি নেশনের সিলেট ব্যুরো প্রধান এস এ শফি,জেলা জজ কোর্টের স্টাফ আরিফ রায়হান, বিভিন্ন যুব নেতৃত্বাধীন প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী, স্যোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটর।
সমাজে নারী-পুরুষ সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা তথা জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলা করা তরুণরা তাদের কাজের চ্যালেন্জগুলো তুলে ধরেন এই অনুষ্ঠানে।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মো. আনিসুজ্জামান চৌধুরী বলেন, তরুণদের নিয়ে আমাদের কাজ। উনারা কোনো কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে আমাদের কাছে আসবেন। আমরা তাদের সমস্যা সমাধানে পদক্ষেপ নিব।
নারীর অধিকার আদায় নিয়ে সংবাদমাধ্যম প্রতিনিধি এস এ শফি বলেন, “আমাদের নারীদের শিক্ষায় অগ্রসর হতে হবে। সামাজিক গোঁড়ামি বন্ধ করতে হবে। ছেলে ও মেয়ের অধিকার যে সমান, সেটা প্রতিটি পরিবারে লালন করতে হবে।
বিদ্যমান জেন্ডার স্টেরিওটাইপগুলো সকলের সম্ভাবনা বাস্তবায়নে বাধা উল্লেখ করে জেলা জজ কোর্টের স্টাফ আরিফ রায়হান বলেন, আমাদেরকে নিজের অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে। নিজের জায়গা থেকে আওয়াজ তুলতে হবে এবং নিজেদেরকেই স্টেরিওটাইপ ভাঙতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ভলান্টিয়ার ফর বাংলাদেশের প্রতিনিধি ফৌজিয়া করিম বলেন, “নিরাপত্তার অভাব আমাদের সম্ভাবনা অর্জনে বড় বাধা। তবে নিরাপত্তার দোহাই দিয়ে লুকিয়ে থাকলে চলবে না। আমাদেরকে এগিয়ে আসতে হবে, পরিবারকে বুঝাতে হবে। সমাজ পরিবর্তনের শুরুটা নিজের পরিবার থেকে শুরু করব আমরা।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত সমতায় তারুণ্য প্রকল্পের আওতায় সভাটি আয়োজন করা হয়। সভায় উক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে চার বছর মেয়াদি এই প্রকল্পটি বাংলাদেশের আটটি বিভাগে যৌথভাবে বাস্তবায়ন করছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্ট। সমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নেতিবাচক জেন্ডার ধারণাগুলোকে পরিবর্তনের লক্ষ্যে যুব ও যুব-নেতৃত্বাধীন সংগঠন, গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠান, স্যোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের নিয়ে কাজ করছে প্রকল্পটি।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি